চুয়াডাঙ্গার চিৎলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে : সদস্য পদে উপনির্বাচন জমে উঠেছে

- আপডেট সময় : ০৪:৫২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০১৭ ৪০৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জেলার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচন জমে উঠেছে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। ইতিমধ্যে রুইতনপুর গ্রামে পোষ্টার ব্যানারে ছেয়ে গেছে। ৪ জন প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন নিহত ইউপি সদস্য অহিদুল ইসলামের সহোদর তহিদুল ইসলাম মল্লিক (তালা), আব্দুর সাত্তার (ফুটবল), জুলফিকার আলী জুলু (মোরগ)ও শাহিন আলী (টিউবয়েল)। আগামী ২৩ মে এই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য অহিদুল ইসলাম গত ৩ মার্চ বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরীর সামনে মোটরসাইকেল দূঘটনায় নিহত হয়। সেই থেকে এই পদটি শূন্য হয়ে পড়ে। নির্বাচন অফিস ২৩ মে ভোট গ্রহনসহ উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করেন। তারপর থেকেই প্রার্থী ও ভোটারররা নড়ে চড়ে বসেছে। ভোটাররা আগামী নির্বাচনে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছেন। গ্রামে একাধিক ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, উপ নির্বাচনে তহিদুল ইসলাম মল্লিক, আব্দুর সাত্তার , জুলফিকার আলী জুলুর মধ্যে মূল লড়াই হবে। এর মধ্যে নিহত ইউপি সদস্য অহিদুল ইসলামের সহোদর তহিদুল ইসলাম মল্লিক (তালা) প্রর্তীক নিয়ে কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে। সৎ যোগ্য হিসাবে তহিদুলের এলাকায় রয়েছে বেশ সুনাম। ১ হাজার ৮৬৪ জন ভোটার আগামী ২৩ মে মঙ্গলবার রুইতনপুর গ্রামে অস্থায়ী ১টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে ওয়ার্ডবাসীকে, কে পরবে সেই বিজয়ের মালা।