চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিষ্কার পরিছন্ন অভিযানে পৌর মেয়র জিপু : স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান

- আপডেট সময় : ০৪:৪৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০১৭ ৪০৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার চিকিৎসা সেবায় অন্যতম ভূমিকা পালন করে সদর হাসপাতাল। এখানে অসুস্থ্য মানুষকে সুস্থ্য করার প্রয়াস থাকলেও বর্তমানে অযতœ-অবহেলায় হাসপাতালেরস পরিবেশ ব্যাপক অস্বাস্থ্যকর। এবার হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশকে স্বাস্থ্যকর করে তুলতে নানা কর্মসূচী হাতে নিয়েছে স্থানীয় পাইলট সাপোর্ট কমিটির সভাপতি ও চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। গত ১১ মে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার দিকে পৌর পরিষদ নেতৃবৃন্দ ও জেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে পরিষ্কার পরিছন্ন অভিযান পরিচালনা করেন মেয়র জিপু চৌধুরী। এসময় চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. রওশন আরাসহ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকগণও এ অভিযানে অংশ নেন। মেয়র জিপু চৌধুরী বলেন, হাসপাতাল একটি সরকারি স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যা রক্ষণা বেক্ষণের দ্বায়িত্ব সকলের। যত্রতত্র বর্জ্য ছুড়ে ফেলা রোধে ভূক্তভোগী রোগী ও তার সাথে থাকা স্বজনদের সতর্ক হতে হবে। এছাড়াও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও এলাকা বর্জ্যমুক্ত করতে পর্যাপ্ত পরিছন্ন কর্মী ও সরঞ্জাম প্রয়োজন হয়। এ হাসপাতালে স্বাস্থ্য সেবার পাশাপাশি উন্নত পরিবেশ গড়ে তুলতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় উন্নত স্বাস্থ্য সেবা পাবে চুয়াডাঙ্গা জেলাবাসী। পৌর মেয়রের পক্ষ থেকে ১ম ধাপে হাসপাতালের ৩য় তলায় গাইনী ও শিশু ওয়ার্ডে পরিছন্ন অভিযান পরিচালনা করা হয়। সার্বক্ষণিক পরিষ্কার পরিছন্ন রাখতে পৌর সভার পক্ষ থেকে ৬ জন নারী পরিছন্ন কর্মী নিয়োগ করা হয়। ময়লা আবর্জনা যত্রতত্র ছুড়ে ফেলা রোধে তিন ধরণের (সাধারণ, ধারাল ও সংক্রামক) ডাস্টবিন, বালতি, ঝাড়– প্রদান করা হয়।