শিল্প নগরী দর্শনায় বিদ্যুতের লোডশেডিং জন সাধারণের ভোগান্তি চরমে!

- আপডেট সময় : ০৪:৩২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০১৭ ৩৩৩ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: দর্শনা শিল্প নগরীতে বিদ্যুৎ এর লোডশেডিং চরম আকার ধারন করেছে। গতকাল সারা দিনে ১০/১৫ বার বিদ্যুৎ যাওয়া আসা করেছে। তবে দুপুর থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে দর্শনায় বিদ্যুৎ ছিলো না। ফলে জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ। ঘনঘন বিদ্যুৎ এর লোডশেডিং এর ফলে শহরের ছোট বড় কলকারখানায় উৎপাদন ব্যাহত হয়। এছাড়া বিদ্যুৎ চালিত বিশেষ করে ফ্রিজে রাখা সবজি, মাছ, মাংস নষ্ট, পানির ট্যাংকে পানি উঠাতে না পারায় শহরে পানি সংকোট দেখা দেয়। মোবাইল ফোনে চার্জ শেষ হয়ে যায় ও ছাত্র/ছাত্রীদের লেখাপাড় ব্যাঘাত সৃষ্টি ও প্রচন্ড গরমে জন-জীবন অতিষ্ট হয়ে উঠেছে। এ ব্যাপরে দর্শনা বিদ্যুৎ অফিসে এ জি এম মনিরুল ইসলাম বিদ্যুৎ এর লোডশেডিং সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভেড়ামারা বিদ্যুৎ প্লান্টে সমস্যা দেখা দেওয়ায় লোডশেডিং সৃষ্টি হয়। এছাড়া ৩৩ হাজার ভোল্ট লাইনে বিদ্যুৎ না থাকা এবং দুপুরে কাল বৈশাখী ঝড়ে বিদ্যুৎ এর তারে উপর গাছপাল ভেঙ্গে পড়ার কারণে বিদ্যুৎ লোডশেডিং দিতে হচ্ছে। তবে গ্রীডে বিদ্যুৎ থাকলে আমরা চেষ্টা করছি দর্শনায় বিদ্যুৎ রাখা। আমরা ইচ্ছা করে কোন লোডশেডিং এর সৃষ্টি করি না।
সনাক্ত করে। সে যশোর বারান্দিপাড়ার সোলইমান হাওলাদার ছেলে। এরপর দর্শনা পুলিশ দেলোয়ার হোসেনের ভোটার আইডি কার্ডের ঠিকানা অনুযায়ী যশোর কোতুয়ালী থানায় খবর দেয়। এরপর কোতুয়ালী থানার পুলিশ দেলোয়ারের মৃত্যুর তার পরিবারের নিকট খবর দিলে বিকাল সাড়ে ৪টার দিকে দর্শনা শান্তিপাড়া থেকে দেলোয়ার হোসেনের লাশ নিয়ে যায়। এলাকাবাসী জানায় দেলোয়ার হোসেন দর্শনা শান্তিপাড়ার বিভিন্নস্থানে এসে নিয়মিত নেশা করতে আসতো বলে জানা গেছে।