আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে : জেলা প্রশাসক সায়মা ইউনুসকে বিদায়ী সংবর্ধনা

- আপডেট সময় : ০৫:২৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০১৭ ৪০১ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক সাইমা ইউনুসকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই বিদায়ী সংবর্ধণা দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও নবনির্বাচিত আলমডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় বিদায়ী সংবর্ধনায় উপজেলা প্রশাননের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। এসময় তিনি বলেন, আমি দুই বছর ধরে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছি। কতটুকু সফল হয়েছি, তা চুয়াডাঙ্গাবাসী বিবেচনা করবে। আমি আমার মেধা ও শ্রম দিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। চুয়াডাঙ্গার সর্ববৃহৎ উপজেলা আলমডাঙ্গার নেতৃবৃন্দের সহযোগীতা আমি সবসময় পেয়েছি। তিনি আরও বলেন, আমি শুনে খুবই আনন্দিত হচ্ছি যে, আলমডাঙ্গার দুইটি প্রেসক্লাব একত্রিত হয়ে একটি সুন্দর কমিটি গঠিত হয়েছে। আমি উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানকে প্রেসক্লাবের জন্য সার্বিক সহযোগীতা করার জন্য দায়িত্ব করে গেলাম। আশা করি আপনারা সুষ্ঠু এবং সুন্দরভাবে দায়িত্ব পালন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, উপজেলা সহকারি কমিশনার ভূমি আল-ইমরান, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম। উপজেলা সমাজসেবা অফিসার আবু তালেবের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খ. হামিদুল ইসলাম আজম, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, আমিরুল ইসলাম মন্টু, মিনহাজ উদ্দিন বিশ^াস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর আলী, উপজেলা খাদ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাচন অফিসার আবু আনছার, উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মঞ্জুরুল ইসলাম বেলু, পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি আতিয়ার রহমান মুকুল, আনোয়ার হোসেন জামসিদুল হক মুনি, সাংগঠনিক সম্পাদক ফিরোজ ইফতেখার, যুগ্ম সম্পাদক রুনু খন্দকার প্রমূখ।