আলমডাঙ্গার আলাউদ্দিন আহমেদ পাঠাগারের : গণশিক্ষা কার্যক্রমের শেষ দিনে পুরষ্কার বিতরণ

- আপডেট সময় : ০৫:২২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০১৭ ৩৫৬ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কামালপুরে আলাউদ্দিন আহমেদ পাঠাগারের গণশিক্ষা কার্যক্রমের শেষ দিনে পুরষ্কার বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০ টার দিকে আলমডাঙ্গা পৌরসভার গণশিক্ষা স্কুল প্রাঙ্গণে ওই পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক গোলাম রহমান চৌধুরীর সভপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাষ্টার। প্রধান আলোচক ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। বিশেষ অতিথি ছিলেন সাহিত্য পরিষদের সাধারন সমপাদক আ.ফ.ম. সিরাজ সামজী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খ. হামিদুল ইসলাম। নতুন খবর পত্রিকার সহকারি ব্যুরো প্রধান রহিদুল ইসলাম রহিতের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সানবীম ক্যাডেট স্কুলের পরিচালক আব্দুস সালাম, তাসলিমা খাতুন, রুমা আক্তার, মোহনা তমা ও রুমানা প্রমুখ। অনুষ্ঠানের শেষে বয়ষ্ক নারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।