মেহেরপুরে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়রা সাংবাদিকদের সাথে : ওয়াচ গ্রুপ এর মতবিনিময় সভা

- আপডেট সময় : ০৫:২১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০১৭ ৩৭৫ বার পড়া হয়েছে
প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার মান-উন্নয়নে মেহেরপুরের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের সাথে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ এর এক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে মউক এর নিজেস্ব হলরুমে আমঝুপিতে অনুষ্ঠিত হয়। গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র মউক ও কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ এ মতবিনিময় সভার আয়োজন করে। কমিউনিটি এডুৃকেশন ওয়াচ গ্রুপ এর সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এর সভাপতিত্বে ওয়াচ গ্রুপ এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন মানব উন্নয়ন কেন্দ্র মউক এর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। প্রধান আলোচক ছিলেন মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কলামিষ্ট রফিক-উল আলম। সভায় আমঝুপি ও আমদহ ইউনিয়নের ওয়াচ গ্রুপ এর কার্যক্রম ও অর্জন সমুহ তুলে ধরেন ওয়াচ গ্রুপ সদস্য মামুনুর রশিদ, আক্তার হোসেন, রাশিদুল ইসলাম, মীর ফারুক হোসেন ও কিতাব আলী মাস্টার। সাংবাদিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন চ্যানেল আই এর প্রতিনিধি গোলাম মোস্তফা, সময় টিভি এর প্রতিনিধি আক্তার হোসেন, ফ্রিল্যান্স সাংবাদিক আতাউর রহমান ও বাংলাভিশন প্রতিনিধি আবুলায়েছ লাবলু। সভায় মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ও আমদহ ইউনিয়নে প্রত্যাশা প্রকল্পের মাধ্যেমে বাস্তবায়িত প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা চিহিৃত করণ, ঝরে পড়ারোধ, শতভাগ ভর্তি নিশ্চিত, মান-সম্মত শিক্ষা এবং বিদ্যালয় গুলিতে বিভিন্ন বৈষম্য দুরীকরণ এসএমসি, পিটিএ, স্লিপ ও সামাজিক মূল্যায়ন কমিটি গুলো সক্রিয় রাখতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। মতবিনিময় সভায় মেহেরপুর জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রত্যাশা প্রকল্পের প্রোগ্রাম অফিসার সাদ আহাম্মদ ও নাসিরা আক্তার।