মেহেরপুরের বামনপাড়া সরকারী প্রথমিক বিদ্যলয়ের : এসএমসি কমিটির সদস্য নির্বাচন অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:১৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০১৭ ৩৩৮ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া সরকারী প্রথমিক বিদ্যলয়ের এস.এম.সি কমিটির সদস্য নির্বচন শেষ হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। দ’ুজন পুরুষ সদস্য ও দু’জন মহিলা সদস্য’র স্থলে ৪জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন। মোট ৩৮৬ জন ভোটারের মধ্যে ৩৪০ জন ভোটার ভোট প্রদান করেন। এ নির্বাচনে পুরুষ সদস্য মিয়ারুল ইসলাম ১৯১ ও মাসুদ ১৭৩ ভোট এবং মহিলা সদস্য পদে শেফালী খাতুন ১৯৫ ও শাবানা খাতুন ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সামাদ খান-৯০, মিজানুর রহমান-৮৫, মধুমালা ৮৭ এবং শাহানারা খাতুন ৮৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নির্বচন পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওলিউর রহমান। সহযোগিতা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা ফিরোজুল ইসলাম, প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ও কমরউদ্দিন । নির্বাচন শেষে বিজয়ী প্রার্থী ও সমর্থকরা রং মেখে আনন্দ মিছিল বের করে।