দৈনিক সময়ের সমীকরণে মেধাবী ছাত্র সজিবকে নিয়ে প্রতিবেদন প্রকাশের পর : চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যানের প্রশংসনীয় উদ্যোগ : ভর্তি খরচ, বই, যাতায়াতের জন্য বাইসাইকেলের ব্যবস্থাসহ সার্বিক দ্বায়িত্ব নেওয়ার আশ্বাস

- আপডেট সময় : ০৫:০০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০১৭ ৩২০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: দৈনিক সময়ের সমীকরণ’র প্রথম পাতায় “দামুড়হুদা উপজেলার বাস্তÍহারা স্বামী পরিত্যাক্তা ফাতেমা খাতুনের ছেলে সজিব গোল্ডেন এ+ পেলেও ভর্তি অনিশ্চিত” শীর্ষক বিশেষ প্রতিবেদন প্রকাশের পর সজিবের পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদিন খোকন। সজিবের অনিশ্চিত শিক্ষা জীবনের আলোক বর্তিকা জালিয়ে তুলতে তার লেখা পড়ার দ্বায়িত্ব নেওয়ারও আশ্বাস। গতকাল মঙ্গলবার দৈনিক সময়ের সমীকরণে প্রকাশিত প্রতিবেদনটি দেখার পর জেলা পরিষদের চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন তাৎক্ষনিকভাবে জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সাহান, মাফলুকাতুর রহমান সাজু ও তানিয়া বেগমকে মেধাবী ছাত্র সজিবকে সাথে নিয়ে জেলা পরিষদ কার্যালয়ে তলব করেন। তলব পেয়ে দুপুরে জেলা পরিষদে হাজির হয় মা ও ছেলে। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদিন খোকন বলেন, গোল্ডেন -এ প্লাস পাওয়া মেধাবী ছাত্র সজিব হাসানের পড়ালেখার দায়িত্ব নেবে জেলা পরিষদ। ভর্তি নিয়ে দুঃশ্বচিন্তার কারণ নেই। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে সজীব ও তার মা ফাতেমা বেগমকে এই আশ্বাস দেন তিনি। এসময় জেলা পরিষদের সদস্যবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন এ প্রতিবেদককে জানান, মেধাবী ছাত্র সজিব হাসানকে চুয়াডাঙ্গা সরকারি কলেজে ভর্তির জন্য সমুদয় খরচ, বই এবং কলেজে যাতায়াতের জন্য একটি বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি দেওয়া হবে। সাথে সাথে তার লেখা-পড়া যেন বন্ধ না হয়ে যায় সেদিকে সার্বিক খোঁজ খবর রাখা হবে। সজিবের স্বপ্ন পূরণে সহায়ক হবে জেলা পরিষ