ভিশন-২০৩০ উপস্থাপন অনুষ্ঠানে ক্ষমতাসীনদের আমন্ত্রণ জানাতে আওয়ামী লীগ অফিসে বিএনপি

- আপডেট সময় : ০৫:০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০১৭ ৩৪২ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: ‘ভিশন-২০৩০’ উপস্থাপন অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আমন্ত্রণ জানাতে বিকালে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যান বিএনপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমিরুজ্জামান শিমুল ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা কামাল হোসেন। তবে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ওই সময় দায়িত্বশীল কেউ না থাকায় আমন্ত্রণপত্রটি দিতে পারেনি বিএনপির প্রতিনিধি দল। বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদকের আমন্ত্রণপত্রটি নিয়ে আমরা গিয়েছিলাম। কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও সেখানে দায়িত্বশীল কাউকে না পেয়ে আমরা ফিরে এসেছি। উল্লেখ্য, আগামী বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির উদ্দেশে ‘ভিশন-২০৩০’ উপস্থাপন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আওয়ামী লীগ ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতা, বিদেশী কূটনীতিক, দেশেল বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের এ সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি। ‘ভিশন ২০৩০‘ সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, আমরা সরকার পরিচালনার দায়িত্বে গেলে কী কী কাজ করব, ২০৩০ সালে আমরা দেশকে কেমন দেখতে চাই, সেই স্বপ্নটা কীভাবে জাতিকে দেখাতে চাই- সে বিষয়গুলো তুলে ধরবেন চেয়ারপারসন খালেদা জিয়া।