রবীন্দ্রনাথ সর্বকালের কবি : প্রেসিডেন্ট

- আপডেট সময় : ০৫:০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০১৭ ৩৪৪ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক ও দার্শনিক ছিলেন না, ছিলেন পল্লিসংস্কারকও। গ্রামকে অবজ্ঞা করে নগরের ওপর নির্ভরতা, শিক্ষিত শ্রেণির ওপর নির্ভরতা, ‘ভদ্রলোকের ভারতবর্ষ’ গড়ার বিরোধী ছিলেন তিনি। তাঁর কাছে মানবধর্ম ছিল সবচেয়ে বড়। রবীন্দ্রনাথ কেবল তাঁর কালের কবি নন, তিনি সর্বকালের কবি। রবীন্দ্রজয়ন্তীর জাতীয় কর্মসূচির উদ্বোধনকালে গতকাল প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এসব কথা বলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর পতিসরে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় পর্যায়ের এ অনুষ্ঠানে প্রথম দিনের কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তব্যের শুরুতেই স্বভাবসুলভ রসিকতায় রাষ্ট্রপতি নিজের জীবনযাপন সম্পর্কে বলেন, ‘রাষ্ট্রপতি হওয়ার পর আমার জীবন অনেকটা শৃঙ্খলিত হয়ে পড়েছে। আমাকে আপনারা নওগাঁয় আমন্ত্রণ করেছেন। কিন্তু এখন আমার জীবন সীমাবদ্ধ। যখন আমি আসতে চেয়েছি, তখন আমাকে আমন্ত্রণ জানাননি। তবে এর আগে নওগাঁয় না এলেও পঁচাত্তরের পর আপনাদের কাছাকাছি ছিলাম। রাজশাহীতে সাত মাস জেলে ছিলাম। সব ধরনের অপশক্তি দূর করতে আরও বেশি রবীন্দ্রচর্চার তাগিদ দিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আজ যখন বিশ্বের সর্বস্তরে উগ্র মৌলবাদ ও সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে উঠেছে, তখন রবীন্দ্রচর্চা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে পড়েছে। রবীন্দ্রনাথ বাঙালির মধ্যে অসাম্প্রদায়িক চেতনার বীজ বপন করেছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে রবীন্দ্রসংগীত ও নাচ পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিল্পীরা।