চাঁদাবাজী মামলায় রনি গ্রেফতার

- আপডেট সময় : ০৫:০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০১৭ ৩৫৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজী মামলায় স্থানীয় একটি পত্রিকার নির্বাহী সম্পাদক তানজির আহমেদ রনিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। আজ মঙ্গলবার রনিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা ফুড গোডাউনের নির্মাণ কাজ চলছে। স্থানীয় দৈনিক আকাশ খবর’র নির্বাহী সম্পাদক রনি ওই কাজের ঠিকাদার মিজানুর রহমানের কাছে মোবাইলফোনে নগদ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। কাজ করতে হলে তাকে ওই ৫০ হাজার টাকা দিতে হবে, নইলে কাজ বন্ধ করে দেয়া হবে বলে হুমকি দেয় সে। একই দাবিতে গতকাল সোমবার একাধিকবার ফোন করতে থাকে সে। ফোন রিসিভ না করায় বিকেলে রনি ও আলোসহ কয়েকজন তার প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ঠিকাদার মিজানুর রহমানকে মারপিট ও হত্যার হুমকি দেয় তারা। এতে শ্রমিকরা ভয়ে কাজ বন্ধ করে দেয়। এ বিষয়ে ঠিকাদার মিজানুর রহমান বাদী হয়ে নির্বাহী সম্পাদক তানজির আহমেদ রনি, আলো এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনের চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন। গতরাতেই রনিকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।