গাংনীতে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মিনি ট্রাকবোঝাই বিষমিশ্রিত আম জব্দশেষে ধ্বংস

- আপডেট সময় : ০৪:৫৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০১৭ ৩২৬ বার পড়া হয়েছে
গাংনী অফিস: মেহেরপুর গাংনীতে রাসায়নিক মিশ্রিত এক মিনি ট্রাক বোঝাই অপিরপক্ক আম জব্দ করে ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত আম ধ্বংস করা হয়। রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিৎলায় অভিযান চালিয়ে আমগুলো জব্দ করা হয়। তবে এঘটনায় জড়িতদের আটক করা সম্ভব হয়নি। গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম জামাল আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চিৎলা গ্রামের একটি আম বাগান থেকে একটি মিনি ট্রাক ভর্তি অপরিক্ক ও রাসায়নিক মিশ্রিত আম বগুড়ার ফল পট্ট্রিতে বিক্রির উদ্দ্যেশ্যে রওনা হয়েছে। খবর পেয়ে গাংনী থানার এএসআই শরিফুল ইসলাম ও তার সঙ্গিয় ফোর্সসহ নিয়ে অভিযান চালিয়ে সেখান থেকে এক মিনি ট্রাকবোঝাই আম জব্দ করা হয়। এসময় ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। সহকারী কমিশনার (ভূমি) ও নিবাহী ম্যাজিষ্ট্রেট এসএম জামাল আহম্মেদ আরো জানান, ১৫মে’র আগে আম পাড়তে নিষেধ করা সত্ত্বেও নির্দেশ অমান্য করে অপরিপক্ব আম রাসায়নিকের মিশ্রনে পাকিয়ে বাজারজাত করায় এ সব আম জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এদিকে একজন আম ব্যবসায়ী জানান, আমগুলো গাংনী উপজেলার চিৎলা গ্রামের সাবেক ইউপি সদস্য শফিউর রহমান ট্রমার ছেলে হিরনের। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নিবাহী ম্যাজিষ্ট্রেট এসএম জামাল আহম্মেদ ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন এবং সাংবাদিকসহ এলাকাবাসি উপস্থিত ছিলেন।