ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে চুয়াডাঙ্গায় ইমাম সম্মেলন অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:৫৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০১৭ ৩৬৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে জেলার সকল প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদেও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এই সম্মেলন। বেলা ১২টায় চুয়াডাঙ্গা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এবিএম রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলার বিদায়ী জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুল মোমেন, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা শফিকুল ইসলাম। প্রধান অতিথি বলেন, আমি আপনাদের সামনে কথা বলতে পেওে নিজেকে ধন্য মনে করছি। কারণ প্রত্যেকটা ইমাম মানেই একেকটা নেতা। তাদের পিছনে হাজার হাজার মুসল্লী নামাজ আদায় করেন। বক্তব্য শেষে তিনি ে জেলার ইমামদের কাছ থেকে বিদায় নেন। এসময় ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক সায়মা ইউনুসকে বিদায়ী সম্মননা স্বরুপ সম্মননা স্মারক প্রদান করেন। সম্মেলনে জেলার ৪টি উপজেলা থেকে উপস্থিত সকল প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে পরবর্তীতে বিভাগীয় প্রতিযোগীতায় অংশগ্রহণ করানোর জন্য শ্রেষ্ঠ ৩জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম বাছাই করা হয়। সম্মেলনে বিভিন্ন পর্যায়ের ইমাম, সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ সাংদিকেরা উপস্থিত ছিলেন।