চুয়াডাঙ্গায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত

- আপডেট সময় : ০৪:৪৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০১৭ ৩৩৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকাল ৮টায় রেডক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে জাতীয় পতাকা ও রেডক্রিসেন্টের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ‘রেডক্রস রেড ক্রিসেন্ট সর্বত্র সবার জন্য।’ চুয়াডাঙ্গা ইউনিট কার্যালয়ে স্থানীয় রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিটের সেক্রেটারী ফজলুর রহমান। সভায় বক্তব্য রাখেন ইউনিটের কার্যনির্বাহী সদস্য শহিদুল ইসলাম সাহান ও আজাদ মালিতা এবং এমএ বারী বিদ্যালয়ের সহকারি শিক্ষক ওসমান গনি। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল মজিদ। এসময় ইউনিটের কার্যনির্বাহী সদস্য হুমায়ন কবীর মালিক ও মাহমুদা জামান পলি, জেলা পরিষদের সদস্য মাফলুকাতুর রহমান সাজু ও খলিলুর রহমান এবং দাতা সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলামসহ যুব রেডক্রিসেন্ট ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভাটি উপস্থাপনায় ছিলেন ইউনিট কর্মকর্তা সাঈদ মো. শামীম রহমান। জেলা পরিষেদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন বলেন, প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করলে রেডক্রিসেন্ট ইউনিট এগিয়ে যেতে পারবে। দেশের প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিচ্ছেন। দেশ অর্থনৈতিক মুক্তি, সমৃদ্ধি বৃদ্ধি ও বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হবে। তাহলে বিশ্বে এগিয়ে যাবে বাংলাদেশ। বর্তমান যুব সমাজ মাদকের ফলে নেশাগ্রস্থ হয়ে পড়ছে। প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সচেতন করে তুলতে হবে। জঙ্গিবিরোধী আন্দোলন গড়ে তুলে সমাজকে সুন্দর অবস্থায় নিয়ে যেতে হবে। সেজন্য যুব রেডক্রিসেন্টের সদস্যদের এগিয়ে আসতে হবে। সমাজের সব ভালো কাজের সাথে থেকে দেশকে গড়তে সহযোগিতা করবে যুব রেডক্রিসেন্ট।