দর্শনা বাস টার্মিনালের মাটি ভরাট শেষ কবে হবে!

- আপডেট সময় : ০৩:২৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭ ৩৮৪ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা বাস টার্মিনাল নির্মান কাজ চলছে ধীর গতিতে। নির্মানাধীন টার্মিনাল এলাকা থেকে এখনও উচ্ছেদ হয়নি গাড়ি সার্ভিসিং সেন্টার। দীর্ঘ ছয় মাসেও মাটি ভরাটের কাজ শেষ না হওয়ায় প্রকল্পটি বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। শহরে দুর্ঘটনা ও যানজট নিরসনে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবী করেছে এলাকাবাসী। জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী শিল্পনগর দর্শনা। এই ছোট শহর দর্শনায় প্রতিদিন প্রায় কয়েক হাজার গাড়ির চলাচল হয়ে থাকে। সকাল থেকে শহরের ব্যাস্ততা বেড়ে যায়। শুরু হয় ঢাকাগামী পরিবহনের চলাচল, ভারত থেকে আসা মালবাহী ট্রেন থেকে লোড-আনলোড ট্রাকের চলাচলসহ বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানের মালামাল নিয়ে যানবহন চলাচলে শহরের সড়ক গুলো যেন যানজটপুর্ন্য হয়ে ওঠে। যানজটে অনেক সময়ক্ষেপন করতে হয় পথচারীদের। পৌরসভার অভ্যন্তরে সড়কের যানজট নিরসন ও যানবাহনসহ পথচারীদের চলাচলে ভোগান্তি দুর করতে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে গত বছর চুয়াডাঙ্গা জেলা পরিষদ দর্শনা বাসস্ট্যান্ডে জেলা পরিষদের নিজস্ব জমি ও অর্থায়নে দেড় কোটি টাকা ব্যায়ে একটি বাস টার্মিনাল নির্মানের প্রকল্প গ্রহন করে। প্রথম পর্যায়ে প্রকল্পটির মাটি ভরাট ও গাইডওয়াল নির্মানের জন্য ১০লক্ষ টাকা বরাদ্দ দিয়ে টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দেয়া হয়। গত ১নভেম্বর তৎকালীন জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু উক্ত মাটি ভরাট গাইডওয়াল নির্মান কাজের উদ্বোধন করেন। প্রকল্পের কাজ শুরুর পর থেকে দীর্ঘদিনেও গাইডওয়াল নির্মানের কাজ শেষ হলেও শেষ হয়নি মাটি ভরাটের কাজ। গতকাল সরেজমিনে গিয়ে দেখা গেছে, গাইডওয়ালের কাজ শেষ হয়েছে কিন্তু মাটি ভরাট কাজ এখনো অনেক বাকি আছে। উচ্ছেদ হয়নি প্রকল্পস্থানের অবৈধ সার্ভিসিং সেন্টার। ফলে নানা প্রতিবন্ধকতার কারনে বাস টার্মিনাল নির্মানের কাজটি এতই ধীরগতি যা পুরো প্রকল্পটি বাস্তবায়ন নিয়ে সংশয় দেখা দিয়েছে সাধারন মানুষের মনে। বিষয়টি সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করে শহরের দুর্ঘটনা ও যানজট নিরসনে অতিদ্রুত প্রকল্পটি বাস্তবায়নের দাবী করেন এলাকাবাসী ও সুধীসমাজ।