মহান মে দিবস পালিত

- আপডেট সময় : ০৪:৫৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০১৭ ৮৭৬ বার পড়া হয়েছে
নানা কর্মসূচি আর উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সোমবার মহান মে দিবস পালিত হয়েছে। ‘শ্রমিক-মালিক গড়ব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহসহ সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে
সমীকরণ ডেস্ক: নানা কর্মসূচি আর উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সোমবার মহান মে দিবস পালিত হয়েছে। ‘শ্রমিক-মালিক গড়ব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহসহ সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সরকারি বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনগুলো নানা কর্মসূচি গ্রহণ করে। চুয়াডাঙ্গায় মে দিবসে সড়কে যানবাহন চলাচলের জেরে দুই পক্ষ শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ পরিবহন শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
চুয়াডাঙ্গায় র্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে সোমবার সকালে শহরের টাউন ফুটবল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার প্রমূখ। এদিকে, চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। শহীদ হাসান চত্বরে আলচনাসভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এম জেনারেল ইসলাম সাধারণ সম্পাদক রিপন মোল্লাসহ সংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে, চুয়াডাঙ্গায় মহান মে দিবসে সড়কে যানবাহন চলাচলের জের ধরে পরিবহন শ্রমিকদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ পরিবহন শ্রমিক আহত হয়েছেন। পরে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে শহীদ হাসান চত্বরে মে দিবসের আলোচনাসভা চলাকালীন রয়েল এক্সপ্রেসের কয়েকজন শ্রমিক মে দিবসের অন্য অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করে বাসের কাচ ভাঙচুর করে। পরে দৌলতদিয়াড় বিএডিসি থেকে রয়েল এক্সপ্রেসের শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরে আসার সময় দৌলতদিয়াড় বাসস্ট্যান্ডে আবারও দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মে দিবস উপলক্ষে সকালে শহীদ হাসান চত্বরে শ্রমিকদের সমাবেশ চলছিল। সেই সময় বাসে করে অন্য একটি স্থানে সমাবেশ ও প্রীতিভোজে যোগ দিতে যাচ্ছিলেন রয়েল এক্সপ্রেসের শ্রমিকরা। মে দিবসে গাড়ি চালানোর কারণে ওই শ্রমিকদের মারধর করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় আহত শ্রমিকরা হলেন, চুয়াডাঙ্গার রয়েল এক্সপ্রেসের চালক পল্লব ঘোষ, সহকারী মো. বাবলু হোসেন ও কলার বয় উজ্জ্বল হোসেন। তাঁদের মধ্যে পল্লব ও বাবলু ঝিনাইদহের এবং উজ্জ্বল ঢাকার শ্রমিক সংগঠনের সদস্য বলে জানা গেছে। এদিকে, রয়েল এক্সপ্রেসের শ্রমিকরা দৌলতদিয়াড় বিএডিসি থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের দিকে আসছিলেন। মিছিলটি দৌলতদিয়াড় বাসস্ট্যান্ডে পৌছালে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের সংঘর্ষে পরিবহন শ্রমিক আলমডাঙ্গার বন্ডবিল উত্তরপাড়ার আনসার আলীর ছেলে মনা (৩৪), সরোজগঞ্জ জলিবিলা গ্রামের মৃত মফিজ ম-লের ছেলে বাবুল আক্তার (৩৫), দৌলতদিয়াড় সর্দার পাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে মইনুল ইসলাম (৪০), ঝিনাইদহ হলিধানির মৃত ইয়াকুব আলীর ছেলে কামাল (৩৫), বদরগঞ্জ দশমিপাড়ার আব্দুর রহিমের ছেলে ফারুক (২৬), ঝিনাইদহ আরাপপুরের নিয়ামত আলীর ছেলে কামরুজ্জামান (৪৮), চুয়াডাঙ্গা কেদারগঞ্জের মৃত আবুল হোসেনের ছেলে মুনির (৫২) এবং রিপন। রয়েল এক্সপ্রেসের আহত চালক পল্লব ঘোষ জানান, সকালে দর্শনা থেকে তিনিসহ আরো দুই শ্রমিক দামুড়হুদা উপজেলার গোপালপুরে মে দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। তাঁদের বাসটি (ঢাকা মেট্রো ব ১৫-১৭৭৩) বড় বাজার শহীদ হাসান চত্বরে পৌঁছালে স্থানীয় বাসচালক শহিদুল ইসলাম ও মনিরুল ইসলামের নেতৃত্বে তাঁদের মারধর করা হয়। এ সময় তাঁরা রয়েল এক্সপ্রেসের সামনের জানালার কাচ ভেঙে দেয় ওই শ্রমিকরা। এরই জের ধরে রয়েল পরিবহনের শ্রমিকরা দৌলতদিয়ার বিএডিসি এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরে আসার পথে দৌলতদিয়ার বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে পরিবহন শ্রমিকরা ধাওয়া দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। রয়েল এক্সপ্রেসের মালিক এনামুল হক লোটাস দাবি করেন, তাঁর প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশ ও প্রীতিভোজে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় স্থানীয় পরিবহন শ্রমিকরা ওই শ্রমিকদের মারধর ও বাসে ভাঙচুর করে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম দাবি করেন, তাঁদের সংগঠনের কোনো শ্রমিক গাড়ি ভাঙচুর বা শ্রমিকদের মারধর করেনি। শহীদ হাসান চত্বরে শ্রমিকদের মারধর ও গাড়ি ভাঙচুরের খবর পেয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। সদর থানার পরিদর্শক (অপারেশন) আমির আব্বাস বলেন, ক্ষতিগ্রস্তরা অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। সকাল ১০ টায় আলমডাঙ্গা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার উদ্যোগে এক বিশাল র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা ট্রাক-বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি রিয়াজ উদ্দিন, অন্যানর মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক লিটন মিয়া, মাইক্রো-বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি রঞ্জু, সম্পাদক রানা হোসেন, আনিসুর রহমান, রাসেল, মেরাজ, জামাল, তরিকুল, মাসুম, আমিরুল ইসলাম, সোহেল, রাজু মিঞা, জিনারুল, মাসুদ আলী, সিরাজুল ইসলাম প্রমূখ।
আলমডাঙ্গায় নব-গঠিত অগ্নিবীণা সাংস্কুতির সংগঠনের পক্ষ থেকে মহান মে দিবস উপলক্ষে আলিফ উদ্দিন মোড়ে এক মনোজ্ঞ সাংষ্কুতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অগ্নিবীণা সাংস্কুতিক সংগঠনের সাধারণ সম্পাদক শাহ্ হামিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নওরোজ মোহাম্মদ সাঈদ, তিনি বলেন সভ্যতার বিকাশে শ্রমিকদের অবদান সবচাইতে বেশি। কিন্তু তারাই আজ অবহেলিত, শ্রমের মর্যাদা না পেয়ে অবহেলায় কাটে তাদের দিন। তাদের সন্তানদের অনিশ্চিত ভবিষ্যৎ। তাদেরকে সব সময় ভয়ে ভয়ে দিনাতিপাত করতে হয়। শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হলে মানুষদের ভিতরে মুল্যবোধ সুষ্টি করতে হবে। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হাসান বাচ্চু, অগ্নিবীণা সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক শিক্ষক আফিল উদ্দিন। আলমডাঙ্গা ডিগ্রী কলেজের প্রভাষক ও আবৃতিকার মাকসুদুর রহমানের উপস্থাপনায় অন্নান্যের মধ্যে উপস্থি ছিলেন রূপায়ন স্টুডিয়র সত্বাধিকারী আলী আজগার, প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, ক্রিড়া শিক্ষক সাঈদ হিরণ, সহকারী শিক্ষক ও ছড়াকার মানোয়ার হোসেন, হারুনার রশিদ, জিয়াউল হক, শাহ্ সিরাজুর রহমান, শহিদুল ইসলাম, আব্দুর রশিদ, জাহাঙ্গীর আলম, শংকর সরকার প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গিত পরিবেশন করেন আলমডাঙ্গার প্রথিৎযশা শিল্পি নিরধ কুমার শাহা, পাভেল ও নোভেল।
দর্শনা অফিস জানিয়েছে, শ্রমিকের ন্যায্য দাবী দিতে হবে দিয়ে দাও, “শ্রম কখনো সস্থা নয় শ্রমিক কারও পাত্র নয়” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় দর্শনায় ১লা মে শ্রমিক দিবস উৎযাপিত হয়েছে। ১লা মে সকাল ৮টায় কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সকল নেতা কর্মীদের উপস্থিতিতে ইউনিয়ান কর্যালয়ে পতাকা উত্তোলন শেষে এক শোক র্যালী বের করেন। একই সাথে রেলওয়ে শ্রমিক কর্মচারীরা যুক্ত হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে কেরুজ ক্লাবে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারন সম্পাদক মাছুদুর রহমান, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, উদিয়মান নেতা মোস্তাফিজুর রহমান, ফিরোজ আহম্মেদ সবুজ, সহসভাপতি, ফারুক আহম্মেদ, সহসাধারন সম্পাদক খবির উদ্দিন, সদস্য বাবর আলী, আমিনুল ইসলাম, সন্টু, সুমনসহ সকল শ্রমিক ও কর্মচারীবৃন্দ। আলোচনা শেষে নিহত শ্রমিকদের মঙ্গল কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানটি শেষ হয়।
এদিকে সকাল ৯টায় দর্শনা মটর শ্রমিক এর উদ্যোগে আরও একটি শোক র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে এসে মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সভাপতি মোতালেব হোসেন, সাধারন সম্পাদক মুজিবুল হক বকুল, ট্রাক-টাংকলরী শ্রমিক ইউনিয়নের দর্শনা শাখার সভাপতি শাহাজান আলী, সদস্য কামরুল হাসান পিন্টু, সাদ্দাম হোসেনসহ সকল নেতা কর্মীরা। আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। দর্শনা নির্মান শ্রমিক সংগঠনের উদ্যোগে শোক র্যালী ও আলোচনা সভা আনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, নির্মান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা কাদের আলী, আনারুল ইসলাম, মিজানুর রহমান, সবুর আলীসহ সকল নেতা ও শ্রমিকরা। আলোচনা শেষে সংগঠন কর্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
কার্পাসডাঙ্গা অফিস জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক পরিবহন কার্পাসডাঙ্গা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে গত সোমবার ১৩১ তম মহান মে দিবস পালন করা হয়।এ সময় রেলী ও আলোচনা সভা করে সংগঠনটি।এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক কার্পাসডাঙ্গা শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি মো: লিয়াকত, সাধারন সম্পাদক আ: মতিন, সহ সভাপতি আবুল হাসেম,কার্পাসডাঙ্গা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শ্রমিক নেতা শওকত আলী, আ: রহিম, আ: হাই, মুলতান সাজেদুল বিশ্বাস মিঠু, কচি, জমাত, জয়নাল, জমির, হায়দার, শহীদ, নাজমুল, সিদ্দিক প্রমুখ।
জীবননগর অফিস জানিয়েছে, বিশ্বের শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের দাবিতে ১৮৮৬সালের পহেলা মেতে শ্রমিকরা ৮ঘন্টা কাজের দাবিতে তাদের জীবন উৎসর্গ করেছিলেন সেই থেকেই এই দিনটি সকল শ্রমিক পালন করে আসছেন । এবারের প্রতিপাদ্য ‘দুনিয়ার মজুদ এক হও এক হও’ এই শ্লোগানকে সামনে রেখে জীবননগরে ১৩১তম আন্তর্জাতিক মে দিবস পালিত হয়। গত সোমবার সকালে জীবননগর মোটর শ্রমিক ইউনিয়ন উদ্দোগে জীবননগর মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাশেম ঝড়–র সভাপতিত্বে আন্তজার্তিক মে দিবস উপলক্ষে জীবননগর মোটর শ্রমিক ইউনিয়নের সামনে হতে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ. লতিফ অমল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজাসহ মোটর শ্রমিক ইউনিয়নের সকল সদস্যগন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য মহান মে দিবসের সঙ্গে শ্রমজীবি মেহনতি মানুষের অধিকার , স্বার্থ ও কল্যাণ ওতপ্রোতভাবে জড়িত। শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ন্যায্য মজুরি ,নিরাপদ ও স্বাস্থ্য সম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে সবাই এক সাথে এগিয়ে আসতে হবে। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মিজানুর রহমান মির্জা।
মেহেরপুর অফিস জানিয়েছে, গতকাল সোমবার সকাল ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক পরিমল সিংহ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক রশিদুল মান্নাফ কবীর, সহকারী পুলিশ সুপার আহসান হাবীব, জেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি সামছুল আলম আবুল ও সাধারন সম্পাদক খাকছার আলীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা র্যালিতে অংশ নেয়। জেলা প্রশাসন এ র্যালির আয়োজন করেন।
মহান মে দিবস উপলক্ষে মেহেরপুরে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা মটর শ্রমিক ইউনিয়ন। গতকাল বেলা ১১ টার দিকে শহরের গরুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়ন কার্যলয়ে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ বক্তা ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বাস ও ট্রাক মালিক গ্রুপের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি পুলিশ সুপার আহসান হাবিব, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম.এ খালেক, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা জেলা বাস ও ট্রাক মালিক সমিতি ও কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আ্যাড.ইয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন প্রমূখ। জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মতিয়ার রহমান ও দিপুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন,জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন ও সাধারন সম্পাদক জুয়েল রানা, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, শ্রমিক কল্যান সম্পাদক শাখয়াত হোসেন সবুজ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজাউল হক প্রমূখ। এসময় সেখানে জেলা বাস ও ট্রাক মালিক সমিতি, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। এর আগে জেলা মটর শ্রমিক ইউনিয়নের পক্ষথেকে অতিথিদের কে ফুলের তোড়া দিয়ে বরন করে নেওয়া হয়। রাতে মনোজ্ঞসাংকৃতিকের আয়োজন করা হবে।
আমঝুপি সংবাদদাতা জানিয়েছেন, আমঝুপিতে নানার আয়োজনে মে দিবস পালন, মেহেরপুর সদর উপজেলায় আমঝুপিতে ইমারত শ্রমিক ও ইলেকট্রিশিয়ান শ্রমিকের উদ্যেগে আজ সকাল ৭ টার সময় এক বিশাল র্যালির আয়োজন করেন। র্যালিটি আমঝুপি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন এবং র্যালিটি ঐতিহাসিক নিলকুঠি চত্তরে শেষ হয়। নির্মান শ্রমিকের আহবায়ক ইমাদুল হক এর নেতৃত্বে র্যালিটি আয়োজন করেন। উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহাম্মেদ(চুন্নু), আমঝুপি ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি মতিয়ার রহমান, সাধারন সম্পাদক আনোয়ার সাদাতসহ ইমারত শ্রমিক ইউনিয়নের মর্ত্তেজ আলী, সাজাহান, করিম, রফিক, ইরফান, ইজু, রহিম, সাফাই, সাহাদৎ, আনিছুল, সানোয়ার, সিরাজুল। ইলেকট্রিশিয়ান শ্রমিকের নেতৃত্তে দেন সভাপতি নজরুল, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (বাবু), আকতারুজ্জামান, জামাল হোসেন, হিরোক, এনামুল হক (মন্টু), রিপোন, মিলন, তারিকসহ ৪শতাধিক শ্রমিক ।
গাংনী অফিস জানিয়েছে, আর্ন্তজাতিক মে দিবস উপলক্ষ্যে মেহেরপুরের গাংনীতে ইমারত নির্মাণ শ্রমিক সমিতির আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। র্যালী ও আলোচনাসভায় উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সমিতির সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেনজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। পৌর প্যানেল মেয়র-২ ও সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলামের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সংগঠক সিারজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আশরাফুল ইসলাম আশরাফ ভেন্ডার ও গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা মাহাবুবুর রহমান স্বপন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের আরিফুল ইসলাম, রিন্টু, মোতালেব, আহাদুল ও পলাশ প্রমুখ।
গাংনীতে আর্ন্তজাতিক উপজেলা রংশিল্পী শ্রমিক সমিতির আয়োজনে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ১মে সকালে গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালীবের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণশেষে একই স্থানে আলোচনাসভার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজামানের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা রংশিল্পী সমিতির আক্তারুজামান, ইব্রাহিম, সাফায়াতহোসেনসহনেতৃবৃন্দ।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, জেলা প্রশাসনের আয়োজনে “শ্রমিক মালিক গড়ব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পায়রাচত্বরে গিয়ে শেষ হয়। পরে পোষ্ট অফিস মোড়ে আলোচনা সভার আয়োজন করা হয়। ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম সাহাবউদ্দিন আহমেদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, ট্রাক মালিক সমিতির সভাপতি মাহমুদুল ইসলাম ফোটন, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাঈদ, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দাউদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক লিকু। আলোচনা সভা শেষে ২০ জন শ্রমিককে অবসর কালীন ভাতা প্রদাণ করে শ্রমিক ইউনিয়ন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।