চুয়াডাঙ্গার জালশুকা ও আলমডাঙ্গার রোয়াকুলিতে পৃথক সড়ক দুর্ঘটনা ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী আলমসাধু উল্টে বৃদ্ধা নিহত

- আপডেট সময় : ০৪:৫১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০১৭ ৩৪৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক দুর্ঘটনায় স্কুলছাত্রী ও এক বৃদ্ধা নিহত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার জালশুকা গ্রামে আলমসাধু থেকে নামার সময় ইজিবাইকের ধাক্কায় অষ্টম শ্রেণির ছাত্রী মিশকাতুল খাতুন নুসরাত গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। অপরদিকে, সোমবার বিকেলে আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু উল্টে আলমসাধুর যাত্রী বৃদ্ধা জহুরা খাতুন আহত হন। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে জহুরা খাতুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার জালশুকা গ্রামের মাঠপাড়ার মিজানুর রহমানের মেয়ে মিশকাতুল খাতুন নুসরাত (১৩) সোমবার বেলা ১১টার দিকে প্রাইভেট পড়ে আলমসাধুযোগে বাড়ি ফিরছিলো। বাড়ির সামনে পৌছে আলমসাধু থেকে নেমে ভাড়া দেয়ার সময় অন্য একটি ইজিবাইক এসে তাকে ধাক্কা দেয়। ইজিবাইকের ধাক্কায় গুরুতর জখম হয় সে। মুমূর্ষু অবস্থায় মিশকাতুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। মিশকাতুল খাতুন নুসরাত ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলো।
এদিকে, আলমডাঙ্গা থেকে একটি আলমসাধুযোগে বৃদ্ধা জহুরা খাতুন নিজবাড়ি শিয়ালমারী গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে আলমডাঙ্গার রোয়াকুলিতে পৌছুলে সড়কের ওপর থাকা হাঁসের সাইড নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত আলমসাধু উল্টে যায়। এতে আলমসাধুর যাত্রী বৃদ্ধা জহুরা খাতুন (৬৫) গুরুতর জখম হন। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জহুরা খাতুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের শিয়ালমারী গ্রামের বটিয়াপাড়ার আব্দুল খালেকের স্ত্রী।