বিভিন্ন উপকরণ বিতরণ করলো স্কাউটস’রা

- আপডেট সময় : ০৪:৫৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০১৭ ৪৪৫ বার পড়া হয়েছে
জীবননগর উথলীতে কমডেকার ৩য় দিনে পরিবেশ ও পরিবেশের উন্নয়নে
বিভিন্ন উপকরণ বিতরণ করলো স্কাউটস’রা
মিঠুন মাহমুদ/আতিকুর রহমান: জীবননগর উপজেলার উথলীতে চলমান স্কাউটার আব্দুল গফুর দ্বিতীয় আঞ্চলিক কমডেকার ৩য় দিনে চ্যালেঞ্জ প্রোগ্রামের অংশ হিসেবে পরিবেশ ও পরিবেশের উন্নয়নে উপজেলার উথলী, সেনেরহুদা, মৃগমারী গ্রামসহ বিভিন্ন এলাকার দরিদ্র পরিবারের মাঝে নিরাপদ পানির জন্য টিউবওয়েল, স্বাস্থ্য সম্মত স্যানিটেশনের লক্ষে রিং-স্লাব ও বিভিন্ন প্রকার শাক সবজির বীজ এবং কৃষি উপকরণ বিতরণ করা হয় বলে স্কাউটার আব্দুল গফুর ২য় আঞ্চলিক কমডেকার ভি.আর.এস এসএম শাফায়েত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উথলী মাধ্যমিক বিদ্যালয় হতে দুটি সাব ক্যাম্পে (১ ও ২) বিভক্ত হয়ে যাত্রা শুরু করে। চ্যালেঞ্জ-৩ (পরিবেশ ও পরিবেশের উন্নয়ন) শীর্ষক কার্যক্রমের নেতৃত্বদেন চ্যালেঞ্জ সমন্বয়কারী নলিনী কুমার যোদ্দার ও চ্যালেঞ্জ পরিচালক মো. সিদ্দিকুর রহমান। এ সময় সমাজ উন্নয়ন কাজের পর্যবেক্ষণ করেন স্থানীয় ইউপি সদস্য মাহাতাব উদ্দীন। আরো উপস্থিত ছিলেন, চ্যালেঞ্জ কর্মকর্তা মোস্তফা খাইরুল আবরার, ইলিয়াছ উদ্দীন শেখ প্রমূখ। এদিকে, একই দিন সকালে চ্যালেঞ্জ-৫ হাইকিং এ অংশ নিয়ে দুটি সাব ক্যাম্পে (৩ ও ৪) বিভক্ত হয়ে স্কাউট সদস্যরা উথলী মাধ্যমিক বিদ্যালয় মাঠ হতে ফিল্ড বুক অনুসরণ করে উথলী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তাদের ভ্রমণ প্রতিবেদন পেশ করেন। পরে একটি গোপন বার্তা খুজে বের করে তা থেকে তথ্য উদঘাটন করে স্কাউটস সদস্যরা। চ্যালেঞ্জ-৫ কর্মকর্তা খান জাহান আলী ও অজয় কুমার বিশ্বাসের নেতৃত্বে হাইকিং পরিচালিত হয়। সন্ধ্যায় কমডেকা মঞ্চে চ্যালেঞ্জ-৪ “৭১’কে জানো” শীর্ষক আলোচনাসভা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা এসআর রাহুত, আব্দুল হান্নান, ওয়ালিউল্লাহ সিদ্দিক, ফাঁকি সর্দ্দার। আরো উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু মো. আ: লতিফ অমল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, উথলী ইউপি’র সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান ধুন্দু প্রমূখ।