মুুজিবনগরে বোরো ধানের বাম্পারফলন

- আপডেট সময় : ০৪:৪৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০১৭ ৬৬৩ বার পড়া হয়েছে
মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পারফলন হয়েছে ইতিমধ্যে বোরো ধান কর্তন শুরু হয়েছে। এ বছর উপজেলায় মোট চার হাজার তিনশত সত্তর হেক্টর জমিতে উফশী ও হাইব্রীডজাতের বোরো ধানের আবাদ হয়েছে। এ পর্যন্ত শতকরা ৪০ভাগ জমিতে ধানকাটা সম্পন্ন হয়েছে তাতে গড়ে ২৫মণ হারে ফসল পাওয়া যাচ্ছে। সেই হিসেবে এ বছর উপজেলায় মোট এক লক্ষ নয় হাজার দুইশত পঞ্চাশ মণ ধান উৎপাদিত হবে যা স্থানীয় খাদ্য চাহিদা মিটিয়ে অতিরিক্ত ধান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা যাবে। গতকাল রবিবার উপজেলা কৃষি অফিসার মুহঃ মোফাকখারুল ইসলাম এবং পরিসংখ্যান বিভাগের মোঃ রুহুল আমিন এর উপস্থিতিতে মহাজনপুর গ্রামের কৃষক শহীদ উদ্দীন এর জমিতে নিয়ম মাফিক ধানের শস্য কর্তন করা হয়। ব্রিধান ৬৩ জাতের ধানের নমুনা কর্তন ক্যালকুলেশন করে জানাগেছে জমিতে বিঘাপ্রতি ২৭ মণ শুকনা ধান পাওয়া যাবে। কৃষি বিভাগের মাধ্যমে প্রাপ্ত নতুন জাতের ধানটির বিঘাপ্রতি ২৭ মন ফলন পাওয়ায় কৃষক শহীদ উদ্দীনসহ আশেপাশের কৃষকরা যারপরনায় খুশি।উপজেলা কৃষিঅফিসার জানান ব্রিধান৬৩ জাতটি কৃষকদের জন্য আশির্বাদ। এই ধানটিরচাল লম্বা ও চিকন এবং ভাত সুস্বাদু হওয়ায় কৃষকরা আশানুরুপ ফলনের পাশাপাশি ভাল বাজারমূল্য পাবে। উপজেলার বিভিন্ন গ্রামের ধানের মাঠ পরিদর্শন করে সার্বিক অবস্থা সন্তষ জনক বলে মনে হয়েছে। আগামী ১০-১২ দিনের মধ্যে মাঠের প্রায় সব ধান কর্তন করা সম্ভব হবে। আর কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছরে মুজিবনগর উপজেলায় ধানের বাম্পার ফলন হবে বলে তিনি সহ এলাকাবাসী আশা প্রকাশ করছে।