বিভিন্ন কর্মসূচী ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে : চুয়াডাঙ্গায় বিশ্ব নৃত্য দিবস পালিত

- আপডেট সময় : ০৫:১৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০১৭ ৪২৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে বিশ্ব নৃত্য দিবস ২০১৭ উদযাপন করা হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৫টায় নৃত্য শিল্পীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী, সন্ধ্যা ৭টায় আলোচনা সভা ও রাত ৮টায় নৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দিবস পালিত হয়। আলোচনা সভায় জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান। আরো বক্তব্য রাখেন সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠির সভাপতি নজির আহম্মেদ, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক বজলুর রহমান জোয়ার্দ্দার, উদীচী’র জেলা সাধারণ সম্পাদক জহির রায়হান, সরগম সাংস্কৃতিক সংগঠনের পরিচালক খন্দকার সাহেদুজ্জামান খোকন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কন্ঠশিল্পী হিরণ অর রশীদ শান্ত। আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির নৃত্য বিভাগের শিক্ষার্থী ও অরিন্দম সাংস্কৃতিক সংগঠন এবং সংলাপ সাংস্কৃতি গোষ্ঠির নৃত্য শিল্পীরা নৃত্য পরিবেশন করে। কর্মসূচীগুলোতে সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহন করেন।