সেঞ্চুরি পাননি এনামুল, হারিয়েছেন আবাহনীকে

- আপডেট সময় : ০৩:৪১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০১৭ ৪২১ বার পড়া হয়েছে
খেলাধুলা ডেস্ক: গত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপেই জাতীয় দল থেকে ছিটকে পড়েছিলেন তিনি। ওপেনার এনামুল হক এরপর আর জাতীয় দলে ফিরতে পারেননি। অবশ্য নির্বাচকদের বিবেচনায় আসার জন্য তেমন উজ্জ্বল পারফরম্যান্স দেখাতেও পারেননি এই উইকেটকিপার-ব্যাটসম্যান। অনেকদিন পর হলেও একটি দারুণ ইনিংস খেলেছেন এনামুল। তিন রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি ঠিক, তবে তাঁর অন্যতম পারফরম্যান্সে ঠিকই জিতেছে তাঁর দল গাজী গ্রুপ ক্রিকেটার্স। গতকাল শনিবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনী লিমিটেডকে ২৫ রানে হারিয়েছে গাজী গ্রুপ। গাজীর ছুড়ে দেওয়া ২৮২ রানের জবাবে ২৫৭ রানে গুটিয়ে যায় আবাহনীর ইনিংস। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার এনামুল ৯৭ রানের দারুণ একটি ইনিংস খেলে গাজী গ্রুপের বড় সংগ্রহের ভিত গড়ে দেন। ১০৯ বলে সাতটি চার ও তিন ছক্কায় এই ইনিংসটি সাজিয়েছেন তিনি। এরপর দলটির জম্মু কাশ্মীরের অলরাউন্ডার পারভেজ রসুলের ব্যাটহাতের দৃঢ়তায় প্রতিপক্ষের সামনে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিতে সক্ষম হয় তারা। পারভেজ ৮৭ বলে ৯১ রান করেন। জবাবে অধিনায়ক নাদীফ চৌধুরীর হার-না-মানা ৭৬ রানের ওপর ভর করে আবাহনী জয়ের কাছাকাছি চলে গেলেও শেষ পর্যন্ত জয়টা ঘরে তুলতে পারেনি। আলাউদ্দিন বাবু ৪৫ রানে তিনটি এবং আবু হায়দার রনি ৩৭ রানে দুই উইকেট নিয়ে আবাহনীর জয়ের পথে বাধা হয়ে দাঁড়ান। দিনের অন্য ম্যাচে প্রাইম ব্যাংক মাত্র এক রানে হারিয়েছে কলাবাগানকে। প্রাইম ব্যাংকের ২০২ রানের জবাবে কলাবাগানের ইনিংস থেমে যায় ২০১ রানে।