চুয়াডাঙ্গায় খেলা ঘর সংগঠনের কমিটি গঠন

- আপডেট সময় : ০৪:৩৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০১৭ ৪২৮ বার পড়া হয়েছে
শহর প্রতিনিধি: চুয়াডাঙ্গায় সারাদেশের বিখ্যাত সংগঠন খেলাঘর আসরের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে মালোপাড়াস্থ ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণ সেন্টারের মিলনায়তনে খেলাঘর আসরের কেন্দ্রিয় কমিটির সদস্য এনামূল হক জিন্না ও পাবনা জেলার সভাপতি অধ্যাপক হাসানুজ্জামানের উপস্থিতিতে চুয়াডাঙ্গা জেলার কৃর্তী সন্তান, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠিতা, দেশ ববরেণ্য লেখক, হাজিগঞ্জ উল্লাপাড়া কলেজের সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সিকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। এগার সদস্যের কমিটিতে যুগ্ম-আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক মরিয়ম শেলি, যুগ্ম-আহ্বায়ক রেহমান সাঈদসহ অন্য আটজন সদস্য এ্যাড, বজলুর রহমান, মালেকা হক মাখন, খালেকুজ্জামান, শিশু অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী, কানিজ সুলতানা, সাহেদ জামাল, হাবিবি জহির রায়হান, কাজল মাহমুদ। নতুন কমিটি সকলের সহযোগীতা কামনা করেন। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে খেলাঘরের সাড়ে ছয় শতাধিক শাখা সংগঠন শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে নাচ, গান, আবৃত্তি, অভিনয়, ছবি আঁকার প্রশিক্ষণ, বিজ্ঞান মেলা, পাঠাগার, সমাজ সচেতন ও সামাজিক আন্দোলনসহ শিশু অধিকার সুরক্ষা ও শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করছে খেলাঘর। মহান ভাষা আন্দোলনের চেতনাকে বুকে ধারণ করে ১৯৫২ সালের ২মে খেলাঘরের জন্ম হয়। শহীদ শহীদুল্লাহ কায়সার, রণেশ দাস গুপ্ত, সত্যেন সেন, কবি হাবিবুর রহমান, সাংবাদিক বজলুর রহমান, জহির রায়হানসহ বরেণ্য ব্যক্তিরা গড়ে তোলেন খেলাঘর।