কাশ্মীরে সেনা ক্যাম্পে হামলায় ৫জন নিহত

- আপডেট সময় : ০৪:৩৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭ ৪৬০ বার পড়া হয়েছে
বিশ্ব ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের পাশে ভারতীয় সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা হয়েছে। হামলায় এক সেনা কর্মকর্তাসহ ৩ জন ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন। হত্যা করা হয়েছে সন্দেহভাজন ২ সন্ত্রাসীকে। সব মিলিয়ে এখন পর্যন্ত এ হামলায় নিহত হয়েছেন ৫ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোর চারটার সময় লাইন অফ কন্ট্রোল বরাবর কুপওয়ারা এলাকায় ভারতীয় সেনা ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসীরা। প্রায় ৪ ঘণ্টা ধরে দুপক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ চলে। এসময় ৩ জন ভারতীয় সেনা নিহত হন। তাদের মধ্যে ১ জন সেনা কর্মকর্তা। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। হামলার সময় পাল্টা আক্রমণে হত্যা করা হয় ২ জন সন্দেহভাজন হামলাকারীকে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ হামলার পেছনে জড়িতদের ধরতে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চলছে। প্রসঙ্গত, গত বছর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরি সেনা ঘাঁটিতে এমনই সন্ত্রাসী হামলা হয়। এ হামলায় ১৯ জন ভারতীয় সেনা প্রাণ হারান। পাকিস্তানের ভেতর থেকে এসে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে দাবি করে ভারত। পাকিস্তানের সীমানায় ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক অপারেশন পরিচালনা করে ভারতীয় সেনারা। উরি হামলা ও পরবর্তী পদক্ষেপকে কেন্দ্র করে দুদেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়।