খাড়াগোদা-বদরগঞ্জ সড়কের ভুলটিয়া মাঠে সন্ধ্যারাতে ডাকাতদলের হানা : ফাঁড়ি পুলিশের দায়িত্ব অবহেলার অভিযোগ : রাম দা’য়ের কোপে গরু ব্যবসায়ী জখম : রাতভর অভিযান

- আপডেট সময় : ০৪:২৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭ ৭৫৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের খাড়াগোদা-বদরগঞ্জ সড়কের ভুলটিয়া মাঠে গতকাল সন্ধ্যায় আবারও ডাকাতদল হানা দেওয়ার খবর পাওয়া গেছে। এসময় ডাকাতদল রাস্তায় গাছ ফেলে গরুভর্তি আলমসাধু লুট করার চেষ্টা করলে তিনটি আলমসাধুতে থাকা ১৫/১৬ জন গরু ব্যবসায়ীরা ডাকাতদলকে প্রতিরোধ করে। এসময় ডাকাতদলের রাম দা’য়ের কোপে একজন গরু ব্যবসায়ী গুরুতর জখম হয়। জখম গরু ব্যবসায়ীর নাম ও ঠিকানা জানা সম্ভব হয়নি। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার জীবননগর উপজেলার শিয়ালমারী হাট থেকে গরু বেচাকেনা করে চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর গ্রামের ১৫-১৬ জন গরু ব্যাবসায়ী তিনটি আলমসাধুযোগে রাত সাড়ে ৭টার দিকে বাড়ি ফিরছিলো পথিমধ্যে ভুলটিয়া মাঠের মধ্যে পৌছালে ৭/৮ জনের সশস্ত্র একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে আলমসাধুর গতিরোধ করে তাদের ওপর হামলা চালায়। এসময় গরু ব্যবসায়ীরা ডাকাতদলকে প্রতিরোধ করার চেষ্টা করে এবং চিৎকার করতে থাকে। গরু ব্যবসায়ীদের চিৎকারে পাশের এলাকায় টহলরত তিতুদহ পুলিশ ফাঁড়ির একটি টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌছালে ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। কিন্তু যে স্থানে ডাকাতির ঘটনা ঘটছে এমনকি বারবার ডাকাতির ঘটনা ঘটে যেই স্থানটি বা অঞ্চলটি চুয়াডাঙ্গা সদরের সিন্দুরিয়া পুলিশ ফাঁড়ির ভৌগোলিক সীমানায় বলে জানা যায়। এখন প্রশ্ন হচ্ছে গরু ব্যবসায়ীদের চিৎকারে নিজের ভৌগোলিক সীমানা না হলেও তিতুদহ পুলিশ ফাঁড়ির টহল টিম এসে ডাকাত দলের হাত থেকে গরু ব্যবসায়ীদের উদ্ধার করলো। তাহলে যার ভৌগোলিক সীমানায় এই জায়গাটি পড়ে সেই সিন্দুরিয়া পুলিশ ফাঁড়ির কি কোন টহল টিম ছিলো না? তবে সিন্দুরীয়া পুলিশ ফাড়ি থেকে বলা হচ্ছে এটা সিন্দুরীয়া ও তিতুদহ পুলিশ ফাঁড়ির সীমানা রেখা। এবিষয়ে তিতুদহ ক্যাম্প ইনচার্জ এলার্ট অফিসার এসআই লিটন গাজী জানান, আমার ভৌগোলিক সীমানা মানে খাড়াগোদা মাঠের এক অংশে টহল দিচ্ছিলাম দূর থেকে মোটরগাড়ীর আলো দেখে এগুতে থাকি একটু এগুতেই চিৎকার শুনতে পাই তখন দ্রুত ওই স্থানে ফোর্সসহ পৌছানোর আগেই ডাকাতদল পারিয়ে যায়। তবে গরু ব্যবসায়ীদের নিরাপদে বাড়ী পৌছে দেওয়া হয়েছে। এবিষয়ে সিন্দুরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বায়েজিদের সাথে কথা বললে তিনি বলেন, খাড়াগোদা-বদরগঞ্জ সড়কের চুন্নুতলার মাঠে ডাকাতির চেষ্টা করেছিলো একদল দূর্বৃত্ত কিন্তু সিন্দুরীয়া ও তিতুদহ পুলিশ ফাঁড়ির দ্রুত অভিযানে ডাকাতি থেকে রক্ষা পেয়েছে গরু ব্যবসায়ীরা। এবং গরু ব্যবসায়ীদের নিরাপদে বাড়ী পৌছে দেয়া হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এবং রাতভর এই অভিযান চলবে।