কালুপোলে রাজার ভিটা পরিদর্শনকালে এমপি টগর : রাজার ভিটায় যাওয়ার রাস্তাটি পিচ করা হবে

- আপডেট সময় : ০৪:২৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭ ৩৬৯ বার পড়া হয়েছে
আকিমুল ইসলাম: চুয়াডাঙ্গা তিতুদহের কালুপোল গন্ধোপ রাজার ভিটা পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। গতকাল বৃহস্পতিবার পরিদর্শনশেষে এলাকাবাসী কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় রাজার ভিটায় যাবার একমাত্র রাস্তাটি পিচ করার প্রতিশ্রুতি দেন এমপি টগর মহোদয়। এসময় দামুড়হুদা থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইমলাম, চুয়াডাঙ্গা সদর থানা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, তিতুদহ ইউনিয়ন আ.লীগ সভাপতি খবির উদ্দীন বিশ্বাস, তিতুদহ ইউনিয়ন আ,লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন খোকন, তিতুদহ ইউনিয়ন যুবলীগ সভাপতি আশাদুল হক রোকন, ইউনিয়ন সেক্রেটারি রাশেদুজ্জামান, বেগমপুর ইউনিয়ন আ,লীগের সেক্রেটারি হামিদুল্লাহ, তিতুদহ ইউনিয়ন আ,লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দীন,মজিবর মেম্বর, আওয়ামী লীগ নেতা মহি উদ্দীন মেম্বর, মনি আহম্মেদ, ডাঃ হাফিজুর রহমান, মুফাজ্জেল, সাদেক, জামির, রতন, মেহের আলী,আব্দার, শহিদুল ইসলাম, রহিম, ছমির,রহমান,সবুজ, আনিচুর রহমান, তিতুদহ মাঃ বিঃ সহকারী প্রধান শিক্ষক আশরাফুল হক, খাড়াগোদা প্রা: বি: প্রধান শিক্ষক মশিউর রহমান। উল্লেখ্য, গত ১০ই এপ্রিল রবিবার থেকে ১২জন দল বিশিষ্ট খুলনা প্রতœতত্ত্ব অধিদপ্ত থেকে আগত কালুপোল রাজার ভিটায় গুপ্ত প্রাসাদ খননের কাজ শুরু করে। কাজ শুরু করার প্রথম দিন থেকে প্রাসাদের ৭৫ ইঞ্চি প্রাচীরসহ মাটির তৈরি বল, পুতুল, ওজন মাপার কেজি, ছাই ভর্তি চুলা, ঢাকনা, কলস, পাতিল (চাড়ি), লোহার মরিচাধরা প্রাচীন অস্ত্র, অজানা এক প্রাণীর মাথার শিং ও হাড় এবং বিভিন্ন ধরনের ইট সন্ধান মিললেও আরও অনেক কিছু পাওয়া যাবে বলে জানান খুলনা প্রতœতত্ত্ব অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কাস্টোডিয়ান সিনিয়র অফিসার গোলাম ফেরদৌস।