মমতা নাখোশ করে দিলেন

- আপডেট সময় : ০৫:১৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭ ৫৬০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের মানুষকে নাখোশ করেছেন। গতকাল বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা নূন্যতম ন্যায্য অধিকারও পেলাম না। গতকাল (মঙ্গলবার) মমতা একেবারেই নাখোশ করে দিলেন। মির্জা ফখরুল বলেন, ‘তিনি (মমতা) বললেন, তিস্তায় কোনো পানি নাই। আমি পানি দিতে পারব না। এমনকি গঙ্গা ব্যারেজে যে বাঁধের কথা বলা হয়েছে তাও হচ্ছে না। এখন বলা হচ্ছে নো ম্যানস ল্যান্ডে করার জন্য, তার মানে আরো ৫০ বছর।’ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়াউর রহমানকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে ‘মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান গবেষণা পরিষদ’। ওই অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।
নিউজটি শেয়ার করুন
- সর্বশেষ সংবাদ
- জনপ্রিয় সংবাদ