হাইব্রীড নেতাদের থেকে বঙ্গবন্ধুর সৈনিকদের সজাগ হতে হবে : সর্ববৃহৎ শোডাউনে বললেন হাশেম রেজা

- আপডেট সময় : ০৬:১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭ ৩১১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা ব্যাপী গতকাল মঙ্গলবার আমার সংবাদের সম্পাদক উদীয়মান আওয়ামী লীগ নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ নির্বাচনি এলাকার মনোনয়ন প্রত্যাশী হাশেম রেজা নিকট সর্ববৃহৎ শোভাযাত্রা করেন। এদিন দুপুর থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত অনুষ্ঠিত এ শোভাযাত্রায় সহ¯্রাধীক মোটরসাইকেল, মাইক্রোবাস, পিকআপ, নসিমন, করিমন, আলমসাধু প্রভৃতি যান অংশ নেয়। দামুড়হুদা উপজেলার কুড়–লগাছীর দলীয় অফিস থেকে শুরু হয়ে চন্ডিপুর, প্রতাবপুর, রুদ্রনগর, দর্শনা পৌর শহরের উপর দিয়ে দর্শনা-চুয়াডাঙ্গা প্রধান সড়ক ধরে লোকনাথপুর জয়রামপুর হয়ে বিশাল শোভাযাত্রাটি দামুড়হুদা উপজেলা শহরে পৌছায়। সেখান থেকে চিৎলা, গোবিন্দহুদা, মোক্তারপুর, কুনিয়া, চাদপুর, জুড়ানপুর, বিষ্ণুপুর, ইব্রাহীমপুর, কলাবাড়ি, রামনগর, নতিপোতা, লক্ষিপুর, দলকা, শীবনগর, হরিরামপুর, চারুলিয়া, আটকবর, চন্দ্রবাস, কার্পাসডাঙ্গা, দূর্গাপুর, ধান্যঘরা গ্রাম ঘুরে বিচিত্রময় ও বর্ণাঢ্য শোভাযাত্রাটি শেষ হয়। এসময় বেশ কয়েকটি স্থানে তিনি গণসংযোগ ও পথসভা করেন। ২০ এপ্রিল এলাকায় ফিরে আজ পর্যন্ত বিরামহীনভাবে চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকার প্রতিটি হাট-বাজার ও জনপদে সকল শ্রেণী-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়সহ গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। এসময় তার সাথে স্বতস্ফুর্তভাবে এখানকার অনেক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ সাংবাদিক ও সাধারণ মানুষ অংশ নিচ্ছেন। গণসংযোগ কালে বেশ কয়েকটি পথসভায় তিনি বক্তব্য দেন। এসময় তিনি বলেন মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার প্রকৃত স্বাদ পেতে হলে এদেশের সকল নাগরীককে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে হবে। আমাদের চিন্তা-চেতনায় সদা জাগ্রত থাকতে হবে মানবিক মূল্যবোধ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবিচল আস্থা রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে বহুদুর। তিনি এসময় জনতার উদ্দেশ্যে আরো বলেন বর্তমান সরকারে নেয়া বিভিন্ন কল্যানকর ও জনহিতকর পদক্ষেপ সমূহকে দেশবাসির সামনে তুলে ধরতে হবে। কোথাও কোন অনিয়ম ও দূর্নীতি দেখলে আপনারা সাথে সাথে তার প্রতিবাদ করবেন, আমাদের সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হতে পারে এ ধরনের কর্মকান্ড আমরা কেউ করবোনা অন্য কাউকে করতেও দেবোনা। চুয়াডাঙ্গার সর্বস্তরের মানুষ সকল অন্যায়, শোষন, বঞ্চনা, অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের ক্ষেত্রে আপোষহীন বলেও জননেতা হাশেম রেজা এসময় উল্লেখ করেন। তিনি অত্যন্ত ধৈর্য সহকারে এলাকার সমস্যাবলি শুনে তা সমাধানের প্রতি গুরুত্বারোপ করেন। আমার সংবাদ সম্পাদক হাশেম রেজার কর্মব্যস্ত জনসংযোগ ও শোভাযাত্রায় এদিন তার সাথে ছিলেন, আওয়ামী লীগ নেতা হারুন মোল্লা, রেজাউল হক, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, যুবলীগ নেতা জাহাঙ্গীর মল্লিক, ব্যবসায়ী সাইদুর রহমান, ছুটি ডাক্তার, জহিরুল ইসলাম, আলম, আ.মজিদ মোল্লা, সাংবাদিক আজাদ হোসেন, জিল্লুর রহমান মধু, মনিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা রাসেদুল হক রাসেল, রঞ্জু, আনোয়ার প্রমূখ।