চুয়াডাঙ্গা শহরের পশু হাসপাতালের সামনে দু’দল যুবকের সংঘর্ষ : রাসেলসহ গুরুতর জখম ৪ : ইমরান ও রিগান রাজশাহী রেফার্ড

- আপডেট সময় : ০৬:০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭ ৩২৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় দু’দল যুবকের সংঘর্ষে উভয় পক্ষের চারজন আহত হয়েছে। গতকাল রাত সাড়ে ৮টার দিকেন শহরের কলেজ রোডে একটি মোটরসাইকেল মেরামতের দোকানে এঘটনা ঘটে। আহত চারজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহতরা হলো, চুয়াডাঙ্গা শহরের গোরস্থানপাড়ার ইসরাফিলের ছেলে ইমরান (১৭) মাঝেরপাড়ার আজমের ছেলে রিগান (২০) মসজিদপাড়ার আসলামের ছেলে রাসেল (২২) এবং ইসলাম পাড়ার মুকুল বিশ্বাসের ছেলে রাসেল (২০)। ঘটনার কারণ না জানা গেলেও তারা যুবলীগ এবং ছাত্রলীগের সমর্থক বলে জানায় পুলিশ। পুলিশ সূত্র জানায়, মোটরসাইকেল মেরামতের জন্য চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোডের অদূরে পশু হাসপাতালের সামনে মানিকের মোটরসাইকেল গ্যারেজে যায় ইমরান ও রাসেল। এসময় আকস্মিকভাবে তাদের ওপর হামলা চালায় রিগানসহ একদল যুবক। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয়পক্ষের তিনজন গুরুতর জখম হয়। তবে এর আগে ইসলামপাড়ার মুকুল বিশ্বাসের ছেলে রাসেল জখম হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। তবে তাকে কোথায় কি কারণে জখম হয়েছে তার কোন তথ্য পাওয়া যায়নি। রাসেল জখম হওয়ার পরপরই ওই মোটরসাইকেল গ্যারেজে সংঘর্ষের ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. এহসানুল হক মাসুম জানান, আহতদের মধ্যে ইমরান, রিগান ও রাসেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এদের মধ্যে ইমরান ও রিগানকে রাতেই রাজশাহীর উদ্দেশ্যে নিয়েছে তাদের পরিবার। চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারেশন) আমির আব্বাস জানান, সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত কোন পক্ষ থেকে মামলা বা অভিযোগ পাওয়া যায়নি। তবে শহরে যে কোন অপ্রীতিকর ঘটনা ঠেকাতে থানা পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে এবং পুলিশি টহল রয়েছে।