মাননীয় প্রধানমন্ত্রী ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়েছেন

- আপডেট সময় : ০৫:১৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭ ৩২৫ বার পড়া হয়েছে
জীবননগর আন্দুলবাড়িয়ায় যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নজরুল মল্লিক
মাননীয় প্রধানমন্ত্রী ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়েছেন
জীবননগর অফিস: জীবননগর আন্দুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার সময় জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া হাইস্কুল মাঠে যুবলীগ নেতা মির্জা হাকিবুর রহমানের সভাপতিত্বে আন্দুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা ২ আসনের সম্ভব্য সংসদ সদস্য পদপ্রার্থী নজরুল মল্লিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর থানা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, আওয়ামীলীগ নেতা মখলেচুর রহমান টজো, সাজ্জাদ হোসেন, জাকির বিশ্বাস, মিজানুর রহমান নেনো, শামীম ফেরদৌসসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে একটি ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত দেশ হিসাবে গড়ে তোলার জন্য দেশ বাসীকে যখন প্রতিশ্রুতি দিয়েছিলেন সে সময় বিরোধী দলীয় নেতারা রহস্য করেছিলেন। তিনি আরও বলেন বর্তমান আওয়ামীলীগের দলের মধ্যে কিছু ব্যক্তি আছে যারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য দলের ভিতরে নেতাকর্মিদের মধ্যে একটি মতভেদ সৃষ্ঠি করে চলেছে তাই আসুন দলের ভিতরে মতভেদ না করে সকলে জননেন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলি। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন যুবলীগ নেতা কাজী শামসুর রহমান চঞ্জল।