মন্ত্রিসভায় প্রস্তাবিত সড়ক পরিবহন আইন ২০১৭ বাতিলের দাবিতে রাজপথে সারাদেশের পরিবহন শ্রমিকেরা

- আপডেট সময় : ০৫:২৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০১৭ ৩৩১ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: মন্ত্রিসভায় প্রস্তাবিত সড়ক পরিবহন আইন ২০১৭ সংশোধনী প্রস্তাব এনে বাস্তবায়ন করাসহ যানবাহনে পুলিশি হয়রানি বন্ধ, দেশের বিভিন্ন অঞ্চলে পণ্যবাহী ট্রাকে পণ্য পরিমাপের নামে শ্রমিক হয়রানি বন্ধসহ কয়েক দফা দাবিতে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ পরিবহন শ্রমিকরা।
চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে গতকাল রোববার সকালে শ্রমিকবিরোধী আইন বাতিল, পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধ এবং সহজ শর্তে চালকদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে জেলা বাস ট্রাক শ্রমিক ইউনিয়ন।
এসময় শ্রমিক নেতারা বলেন, পরিবহন একটি গুরুত্বপূর্ণ সেক্টর। এই সেক্টরে আমাদের শ্রমিকরা দিন-রাত সাধারণ মানুষের সেবাই নিয়োজিত। অথচ আমাদের ঘাতক বলা হয়। কোন দুর্ঘটনা ঘটলেই দেশের মিডিয়াগুলো আমাদের সমালোচনায় টেলিভিশনের পর্দা ফাটিয়ে ফেলে।
অভিযোগ করা হয়, দেশ স্বাধীনতার পর যে সরকারই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে তারা শ্রমিকদের কল্যাণে উদাসীন থেকেছে। সবশেষ বর্তমান সরকার সড়ক দুর্ঘটনায় কালা কানুন তৈরি করেছে। মানববন্ধনে বক্তারা বলেন, কোন চালকের নিকট দূর্ঘটনা ও এতে প্রাণহানি কাম্য নয়। দূর্ঘটনায় চালকের নিজের প্রাণও যেতে পারে। অথচ আমাদেরকে ঘাতক বলা হয়। সড়কে গাড়ি চালাতে পুলিশের নানা হয়রানি ও চাঁদাবাজিরও সমালোচনা করেন শ্রমিক নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা শ্রমিকবিরোধী কালা কানুন বাতিল, পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধ এবং সহজ শর্তে চালকদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নসহ ৭ দফা বাস্তবায়নের দাবি জানান। অবিলম্বে এই দাবি মানা না হলে সারাদেশ আবারো অচলের হুমকি দেয়া হয়। মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন- চুযাডাঙ্গা জেলা বাস ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় ফেডারেশনের সদস্য এম জেনারেল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন ম-ল, জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি ইসলাম উদ্দীনসহ বিভিন্ন ইউনিটের নেতারা।
মেহেরপুর অফিস জানিয়েছে, মন্ত্রিসভায় পাস হওয়া প্রস্তাবিত সড়ক পরিবহন আইন ২০১৭ কে শ্রমিকদের স্বার্থবিরোধী উল্লেখ করে তার প্রতিবাদে মেহেরপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনার নেতৃত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সহসভাপতি আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সভাপতি কদর আলী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। বক্তারা বলেন, যে আইন করা হয়েছে, সেই আইন শ্রমিকেদের স্বার্থের পরিপন্থী। এ সময় তাঁরা নতুন আইন বাতিল করে আগের আইন বলবৎ রাখার দাবি জানান। মানববন্ধনে মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নসহ তাদের শাখা ও উপ-শাখার শতশত শ্রমিক সদস্যরা অংশগ্রহণ করেন।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, প্রস্তাবিত সড়ক পরিবহন আইন ২০১৭ এর খসড়া বাতিলের দাবিতে ঝিনাইদহ শহরের পোস্ট অফিসের সামনে মানববন্ধন করেছে শ্রমিকরা। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শ্রমিকরা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য দেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান খান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাঈদ, সহ-সভাপতি আবু সাঈদ, জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি দাউদ হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক লিকু, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মতিন। বক্তারা বলেন, মন্ত্রীসভায় যে খসড়া আইন পাশ হয়েছে তা মালিক-শ্রমিকের স্বার্থ পরিপন্থি। এই আইনটি শ্রমিকদের কাছে কালো আইন বলে বিবেচিত হচ্ছে। দ্রুত এ খসড়া বাতিল না করলে আগামীতে দেশব্যাপী কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন শ্রমিকরা।