আলমডাঙ্গার মুন্সিগঞ্জের ৩ স্কুল ছাত্রীকে অপহরনের ঘটনা:ধর্ষণের অভিযোগ : মামলা তুলে নিতে হুমকি

- আপডেট সময় : ০২:৩৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭ ৩৫০ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জের জেহালা গ্রামের ভদুবাবুর পুকুর পাড়ায় ৩ স্কুল ছাত্রী অপহরনের ৪ দিন পর উদ্বার করেছে পরিবারের লোকজন। ৪ দিন বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণের অভিযোগ করেছে স্কুল ছাত্রীরা। মামলা তুলে নিতে ধর্ষক খুনের হুমকি অব্যহত রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, আলমডাঙ্গার মুন্সিগঞ্জের জেহালা ভদুবাবুর পুকুর পাড়ার ৩ স্কুল ছাত্রীকে গত পহেলা বৈশাখের দিন বিকাল ৪ টার সময় একই গ্রামের আনছারের ছেলে শান্ত, রহিমের ছেলে বিপুল, মনিরুলের ছেলে তৌফিক ও মৃত ইসমাইলের ছেলে সাইদুর ফুসলিয়ে অপহরন করে নিয়ে যায়। স্কুল ছাত্রীদের অপহরনের পর কয়েকটি স্থানে রেখে ধর্ষণ করে। গত পরশু রাত ১১ টার সময় ২ স্কুল ছাত্রী উদ্বার হলেও এক স্কুল ছাত্রী উদ্বার করা সম্ভব হয়নি। গতকাল সরেজমিনে গেলে উদ্ধার হওয়া স্কুল ছাত্রীরা অভিযোগে জানায়, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন বিকালে মুন্সিগঞ্জ বাজারে বেড়াতে গেলে ধর্ষকেরা পার্কে নিয়ে যাবার কথা বলে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে কয়েকটি স্থানে আটকে রেখে ধর্ষণ করে। এ সংক্রান্ত ব্যপারে স্কুল ছাত্রীদের পিতারা বাদি হয়ে আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করে। মামলা তুলে নিতে আসামীরা বিভিন্ন হুমকি অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছে তারা। স্কুল ছাত্রীদের পিতারা অভিযোগ করেন গত পরশু ট্রেন যোগে মেয়েদের উদ্বারের সময় একটি সাদা কাগজে স্থানীয় মেম্বার আল আমিন সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নিয়েছে। এ ব্যপারে জানতে চাইলে আল আমিন মেম্বার এই প্রতিবেদক কে জানান, সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে। সাদা কাগজে কি লিখব সেটা পরে জানাব। আলমডাঙ্গা থানা পুলিশের এসআই জিয়াউল হক জানান, আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।