জীবননগর মনোহরপুর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এমপি টগর : জঙ্গীবাদ রুখতে ঐক্যবদ্ধ হতে হবে

- আপডেট সময় : ০২:২৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭ ৩৩১ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগর নব-গঠিত মনোহরপুর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় জীবননগর উপজেলার নব-গঠিত মনোহরপুর ইউনিয়ন যুবলীগ নেতা এড. শামসুল আরেফীন ভুট্টুর সভাপতিত্বে মনোহরপুর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজী আলী আজগার টগর। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অন্যতম বিষফোঁড়া সন্ত্রাস ও জঙ্গীবাদ। তাই জঙ্গীবাদ রুখতে দলের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু.মো.আ. লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ.হান্নান। আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা খাইরুল বাশার শিপলু, শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, মজিবারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীগন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন জীবননগর থানা যুবলীগের আহবায়ক আ.সালাম ঈশা। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন যুবলীগ নেতা সালাউদ্দিন কবির।