জীবননগরে ছাত্রলীগের ছাত্র সমাবেশে কেন্দ্রীয় সভাপতি সোহাগ:জঙ্গীবাদের বিরুদ্ধে ছাত্রলীগ রুখে দাঁড়িয়েছে

- আপডেট সময় : ০৫:০৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭ ৩১৭ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: ১৭ই এপ্রিল মেহেরপুর মুজিবনগর উদযাপন শেষে জীবননগরে ছাত্রলীগের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।গতকাল সোমবার সন্ধার সময় বাংলাদেশ ছাত্রলীগের জীবননগর উপজেলা শাখার সভাপতি সোয়েব আহম্মেদ আঞ্জনের সভাপতিত্বে ছাত্রলীগের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সংসদ হাজী আলী আজগার টগর, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু.মো.আ. লতিফ অমল, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গা পৌর সভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, পারকেষ্টপুর মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জদ মির্জা, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, এমপির সহধর আলী মুনসুর বাবু এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি এম জাহাঙ্গীর আলম,যুবলীগ নেতা আ.সালাম ঈশা, শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, মজিবার রহমান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আলম মানিক, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসানসহ বিভিন্ন স্থান থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মি উপস্থিত ছিলেন। প্রধান বক্তা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সোহাগ বলেন, প্রতিটি ছাত্র-ছাত্রীকে লেখা পড়ার সাথে সাথে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে সু-নাগরিক হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে আরো এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা রাখতে হবে। এদেশে জঙ্গীবাদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ সোচ্চার ও রুখে দাঁড়িয়েছে। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওয়াসিম রাজা।