মুজিবনগর দিবসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনে:দেশবরণ্য শিল্পী মমতাজ ও বারী সিদ্দিকী

- আপডেট সময় : ০৫:০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭ ৬৪৬ বার পড়া হয়েছে
মুজিবনগর প্রতিনিধি: ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার রাতে মুজিবনগর আ¤্রকাননের খেলার মাঠে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় ও মেহেরপুর জেলা প্রশাসন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এসময় সেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য সভাপতি ফরহাদ হোসেন, জেলা প্রশাসক পরিমল সিংহ, জেলা পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেনসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মীরা ও দুর দুরান্ত গ্রাম থেকে আসা হাজরও জনতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ বরেণ্য শিল্পি মমতাজ ও বারী সিদ্দিকীসহ বেশ কয়েকজন শিল্পি সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও কমপ্লেক্সের এলাকাজুড়ে আলোকাসজ্জা করা হয়েছে।