জীবননগরে নতুন স্কুল ড্রেস কিনে না দেওয়ায় বিপত্তি অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা : শোকের ছায়া

- আপডেট সময় : ০৫:৫৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০১৬ ৩৮১ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগরে নতুন স্কুল ড্রেস কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে তৃতীয় শ্রেনীর স্কুল ছাত্রীর আত্মহত্যা। জানা গেছে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর মাঠপাড়া গ্রামে গত শনিবার সকাল ৮টার সময় হতদরিদ্র শরিফুল ইসলামের কন্যা মিনাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী বৃষ্টি খাতুনকে (১১) নতুন স্কুল ড্রেস তৈরি করে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে ঘরের ভিতরে গলায় উড়না জড়িয়ে আত্মহত্যা করে। পারিবারিক সুত্রে জানা গেছে বৃষ্টি খুব জেদি ছিল সে গত শুক্রবার রাতে তার মায়ের কাছে নতুন স্কুল ড্রেসের জন্য বললে তার মা তাকে বলেন যে তোমার বাবা বাড়িতে এলে তোমাকে নতুন স্কুল ড্রেস তৈরি করে দেব, কিন্তু বৃষ্টি বাবার বাড়িতে আশা পর্যন্ত অপেক্ষা না করে মায়ের উপর অভিমান করে তার পরের দিন সকলের চক্ষু আড়ালে ঘরের ভিতরে উড়না জড়িয়ে আত্মহত্যা করে। প্রথমে তাকে উড়না কেটে প্রাথমিক চিকিৎসার জন্য জীবননগর হাসপাতালে নেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহীতে নেওয়ার পথে মধ্যে মারাযায় বৃষ্টি। এ ঘটনা শুনে গতকাল ঘটনা স্থানে ছুটে যান জীবননগর থানার সেকেন্ড অফিসার জয়নাল আবেদিন। এদিকে আত্মহত্যার ঘটনার সত্যতা শিকার করেছেন ওর্য়াড মেম্বার রুপ মিয়া । অন্যদিকে নাবালিকা স্কুল ছাত্রীর আত্মহত্যার এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।