জীবননগরে অটিজম সচেতনতা ও জঙ্গিবাদ দমন বিষয়ক কর্মশালায় উপজেলা চেয়ারম্যান অমল:প্রতিবন্ধীদের নির্যাতন বা ঘৃনা নয় ভালো আচরণ করুন

- আপডেট সময় : ০৪:৩৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭ ৩৫৫ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগরে অটিজম বিষয়ক সচেতনতা ও জঙ্গিবাদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৮টার সময় জীবননগর বিআরবি মিলনায়তনে জীবননগর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে জঙ্গি তৎপরতা বিরোধি ও অটিজম বিষায়ক ৩০জন যুবককে নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু.মো.আ. লতিফ অমল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জাহিদুল রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, সাংবাদিক জাহিদ বাবু, মিঠুন মাহমুদ, উপজেলা যুব উন্নয়নের মশিউর রহমান, আশরাফুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে এক ধরনের মানুষ ধর্মের দোহায় দিয়ে দেশে জঙ্গী সংগঠন তৈরি করছে সে দিকে সকলকে সজাগ থাকতে হবে। পাশাপাশি যে সমস্থ প্রতিবন্ধী শিশু আছে তাদের দিকে সকলে খেয়াল রাখতে হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিজমের উপরে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন তাতে দেশ বিদেশের বিভন্ন স্থান থেকে তিনি পুরস্কৃত হয়েছেন। তাই সকলে প্রতিবন্ধীদের নির্যাতন বা ঘৃনা নয় তাদের সাথে ভাল আচারন করতে হবে । অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর উপজেলা যুব উন্নয়ন অফিসার আবু হাসানুল আজিজ।