দামুড়হুদায় ট্রাকসহ ৫৭ লাখ ২৮ হাজার টাকার শাড়ী কাপড় আটক:জনমনে প্রশ্ন শাড়ী কাপড়ের মালিক কে?

- আপডেট সময় : ০৪:৩৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭ ৩৪৮ বার পড়া হয়েছে
দামুড়হুদা অফিস: চুয়ডাঙ্গা-৬ বিজিবি অভিযান চালিয়ে জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৫৭ লাখ ২৮ হাজার টাকার ভারতীয় উন্নতমানের ট্রাকভর্তি শাড়ী কাপড় আটক করেছে। গতকাল রোববার সকাল ৮ টার দিকে ট্রাকসহ কাপড় আটক করা হয়। এদিকে সকাল থেকেই সাধারণ জনমনে নানা রকম প্রশ্নের দানা বেধেছে এতাগুলো শাড়ি কাপড়ের মালিক কে? চুয়াডাঙ্গা-৬ বিজিবি রোববার বেলা ৩টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল রোববার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে জেলার জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আটকবর-চুয়াডাঙ্গা সড়কের কার্পাসডাঙ্গা সড়কের পাকা রাস্তার উপর থেকে টাটা ট্রাক ঢাকা মেট্রো ট-১৮-৯৬৬৫ আটক করে। পরে ট্রাকে তল্লাশী করে ৪৩২ পিস ভারতীয় উন্নতমানের শাড়ী আটক করতে সক্ষম হয়। ট্রাকসহ কাপড়ের আনুমানিক মূল্য সাতান্ন লক্ষ আটাশ হাজার টাকা।