চীনে মুক্তি পাচ্ছে আমির খানের ‘দঙ্গল’

- আপডেট সময় : ০৫:২৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০১৭ ৪১৯ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক: ভারতের সর্বকালের সেরা ব্যবসাসফল সিনেমা হিসেবে এরইমধ্যে জায়গা করে নিয়েছে আমির খানের ‘দঙ্গল’। ভারত মাতিয়ে এবারে চীনের দর্শককে মাতাতে চলেছে নিতেশ তিওয়ারি পরিচালিত এ জনপ্রিয় স্পোর্টস ড্রামা। শুধুমাত্র ভারতেই প্রায় তিনশ সাতাশি কোটি আটত্রিশ লক্ষ রূপি আয় করেছে ‘দঙ্গল’। ছবিতে ভারতের জাতীয়সংগীত থাকায় প্রতিবেশী দেশ পাকিস্তানে ‘দঙ্গল’ নিষিদ্ধ হলেও ৫ মে চীনে মুক্তি পেতে চলেছে এ ছবিটি। এরই মধ্যে নেটফ্লিক্স ইন্ডিয়ার কাছে প্রায় ২০ কোটি রুপিতে এ সিনেমার ডিজিটাল স্বত্ব বিক্রি করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এর আগে আমির অভিনীত তিনটি ছবি- ‘ধুম-থ্রি’, ‘থ্রি ইডিয়েটস’ ও ‘পিকে’ মুক্তি পেয়েছে চীনে। তিনটি ছবিই ভালো ব্যবসা করেছে সে দেশে। শুধু তাই নয়, চীনের সেরা তিন ব্যবসাসফল হিন্দি ছবির তালিকায় প্রথম তিন নম্বরে অবস্থানে রয়েছে আমিরের এ তিনটি ছবি। তাই স্বাভাবিকভাবেই এ ছবি নিয়ে দারুণ কিছুই প্রত্যাশা ‘দঙ্গল’ দলের। চীনের সর্বাধিক ব্যবসাসফল হিন্দি ছবি ‘পিকে’র আয় প্রায় একশ চল্লিশ কোটি রুপি। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ‘থ্রি ইডিয়েটস’কে ব্যবসার পাশাপাশি চীনের ফিল্ম বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবারে ‘দঙ্গল’ কি নতুন রেকর্ড তৈরি করে সেটিই দেখার বিষয়! ২০১৬ সালে মুক্তি প্রাপ্ত ‘দঙ্গল’য়ের কাহিনি রচিত হয়েছে ভারতীয় কুস্তিগীর মহাবীর ফোগাতের জীবনের সত্যি ঘটনা অবলম্বনে। এই ছবিতে দুই মেয়ে গীতা ও ববিতা’কে রেসলিং জগতে প্রতিষ্ঠিত করতে এক সংগ্রামী বাবার চরিত্রে (মহাবীর ফোগাত) দেখা গেছে আমিরকে।