আলমডাঙ্গায় নীরদ কুমারের তথ্যচিত্রের মোড়ক উন্মোচনসহ:আলমডাঙ্গার ইতিহাস গ্রন্থের লেখককে সম্মননা

- আপডেট সময় : ০৫:২৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০১৭ ৪০২ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার প্রথিতযশা সংগীতশিল্পী নীরদ কুমার সাহাকে সঙ্গীতক্ষেত্রে অবদানের জন্য আজীবন সন্মাননা প্রদান করা হয়েছে। এছাড়া তার জীবনের উপর নির্মিত তথ্যচিত্রের মোড়ক উন্মোচন করা হয়েছে। একই অনুষ্ঠানে “আলমডাঙ্গার ইতিহাস” নামক গ্রন্থ রচনার জন্য লেখক রাজ কুমার রামেকাকে উত্তরীয় পরিয়ে সন্মাননা প্রদান করা হয়। ১৪ এপ্রিল ১ লা বৈশাখ বেলা ১১টার দিকে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা দুলাল তথ্যচিত্রের মোড়ক উন্মোচন করেন। তিনি নীরদ কুমার সাহার হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন আয়োজক জাতিসংঘের হিউম্যান রাইটস অফিসার আলমডাঙ্গার সন্তান নজরুল জাহিদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন। তিনি আয়োজক নজরুল জাহিদের নিজের পরিচয়ের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, আয়োজক যখন জাতিসংঘের পক্ষ থেকে পুলিশ অফিসারদের প্রশিক্ষণ প্রদানের জন্য আসেন, তখন জানতাম না তার দেশের বাড়ি আলমডাঙ্গায়। এখন আমার কর্মস্থল এখানে। তাই ছুটে এসেছি তার মহতি উদ্যোগে সামিল হতে। অন্যান্যের মধ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা আলমডাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান এম সবেদ আলী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম সরোয়ার। শেষে নীরদ কুমার সাহার জীবনের উপর নির্মিত তথ্যচিত্র মাল্টিমিডিয়া প্রজেক্টের প্রদর্শিত হয়। সকলের অনুরোধে সংগীত পরিবেশন করেন নীরদ কুমার সাহা।