আলমডাঙ্গার মুন্সিগঞ্জের ৩ স্কুল ছাত্রী অপহরন নাকি নিখোঁজ?

- আপডেট সময় : ০৫:১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০১৭ ৪১২ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার জেহালা বাজার সংলগ্ন ভদুবাবুর পুকুরপাড়া থেকে গত শুক্রবার ৩ জন স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিখোঁজ স্কুলছাত্রীরা পরিকল্পিত অপহরণের শিকার বলে অভিযোগ করেছে নিখোঁজদের পরিবারের সদস্যরা। এঘটনায় একই গ্রামের ৪জনের বিরুদ্ধে অপহরণ মামলার প্রস্তুতি নিচ্ছে নিখোঁজ ওই স্কুলছাত্রীদের পরিবারের সদস্যরা। তবে, ভালোবাসার কারণে এই ৩ স্কুল ছাত্রী ঘর ছাড়তে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। জানা গেছে, আলমডাঙ্গার জেহালা ভদুবাবুর পুকুরপাড়ার আদালের মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সাগরী (১২), বজলুর মেয়ে ১০ম শ্রেণির ছাত্রী ভাবনা (১৫) ও আলমগীরের মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী আলকী (১৪) গত শুক্রবার আনুমানিক বিকাল ৪টার দিকে বৈশাখী মেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফিরলে তাদেও পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে না পেয়ে দিশেহারা হয়ে পড়ে। এঘটনার পর থেকে একই গ্রামের আনছারের ছেলে শান্ত (১৮), মনিরুলের ছেলে তৌফিক (১৯), মৃত ইসমাইলের ছেলে সাইদুর (১৫) ও রহিম বাঙ্গালের ছেলে ২ সন্তানের জনক বিপুল (২৫) বাড়ী না থাকায় নিখোঁজ স্কুলছাত্রীদের পরিবারের সদস্যরা গতকাল সাংবাদিকদের জানায় এটা শান্ত, তৌফিক, সাইদুর ও বিপুলের পরিকল্পিত অপহরণ। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্তদেও বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছিলো নিখোঁজ স্কুল ছাত্রীদের পরিবারের সদস্যরা। এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার-ইন-চার্জ আকরাম হোসেন সাংবাদিকদের জানান, ৩জন স্কুল ছাত্রীর অপহরণ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে, ঘটনা শুনে মনে হয় মেয়ে গুলো ভালোবাসার টানে প্রেমিকের সাথে পাড়ি জমিয়েছে।