প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড রান্নাঘরে

- আপডেট সময় : ০৫:০৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০১৭ ৩০৯ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: ছাত্রলীগ নেতাদের কাছে বিতরণের জন্য পাঠানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নববর্ষের শুভেচ্ছার কয়েকশ কার্ড পাওয়া গেছে মধুর ক্যান্টিনের রান্নাঘরে, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কার্ড না পাওয়া সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা। শনিবার দুপুরে মধুর ক্যান্টিন থেকে ওই সব কার্ড উদ্ধারের পর কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রনি ফেইসবুকে লিখেছেন, “মাননীয় নেত্রীর শুভেচ্ছাসহ কার্ডগুলো শুধু গণভবনে যাওয়ার অনুমতিই নয়, ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য আপার শুভেচ্ছা উপহার। সেখানে (মধুর ক্যান্টিনের রান্নাঘর) প্রায় ৮০০-১০০০ কার্ড রয়েছে। আমরা নেতাকর্মীরা পেলেও রেখে দিতাম। আগের পাওয়া আপার কার্ডগুলো এখনো আমার ড্রয়ারে রাখা আছে। এই কার্ডগুলো নেতাকর্মীরা হাতে পেলে অনেক যতœ করে রেখে দিত। আমরা যারা রাজনীতি করি শুধু তাদের কাছেই নয়, সবার কাছে এই কার্ডগুলো অনেক আবেগের ও ভালোবাসার উচ্ছ্বাস প্রকাশ করে।” ছাত্রলীগের কয়েকজন নেতা জানান, সংগঠনের কয়েকজন নেতাকর্মী দুপুরে মধুর ক্যান্টিনের রান্নাঘরে পাঁচটি বান্ডলে ৫০০ থেকে ৬০০ শুভেচ্ছা কার্ড দেখতে পান। বিষয়টি জানাজানি হলে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড হাতে না পাওয়া কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ক্ষুব্ধ হয়ে ওঠেন। “এক পর্যায়ে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ মধুর ক্যান্টিনে এলে কর্মচারীরা কার্ডের বান্ডলগুলো তার সামনে নিয়ে রাখেন। সোহাগ তাদের ধমক দিয়ে সেগুলো সরিয়ে ফেলতে বলেন। উপস্থিত নেতারা এ বিষয়ে জানতে চাইলে এ সম্পর্কে কিছু জানেন না বলে বিষয়টি এড়িয়ে যান তিনি,” বলেন ঘটনাস্থলে উপস্থিত একজন ছাত্রলীগ নেতা। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুভেচ্ছ কার্ড নেতাকর্মীদের দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকের নিকট কার্ড পৌঁছে দিয়েছি। তবে সেখানে কয়েকটি কার্ড ছিল।