আশরাফুলের বিবর্ণ শুরু, রুবেলের আগুনঝরা বোলিং

- আপডেট সময় : ০৫:৪২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭ ৪২৯ বার পড়া হয়েছে
খেলাধুলা ডেস্ক: নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন বেশ কিছুদিন আগে। গত ডিসেম্বরে মোহাম্মদ আশরাফুল জাতীয় লিগ দিয়েই আবার ক্রিকেটে ফেরেন। এবার ফিরেছেন ঢাকার ক্রিকেটের সবচেয়ে বড় আসর প্রিমিয়ার ক্রিকেট লিগেও। আজ বুধবার কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে মাঠে নেমে খুব একটা সাফল্য পাননি জাতীয় সাবেক এই অধিনায়ক। বিকেএসপিতে প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে কলাবাগানের হয়ে উদ্বোধনীতে ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন আশরাফুল। দলীয় ১৭ রানের মাথায় ৬ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান তিনি। শুধু আশরাফুল নিজেই নন, ব্যর্থ হয়েছে তাঁর দল কলাবাগানও। পেসার রুবেল হোসেনের বোলিং তোপে ১৮৪ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। রুবেল একাই ছয় উইকেট নিয়ে কলাবাগানের ব্যাটিংয়ে ধস নামান। জবাবে প্রাইম ব্যাংক পাঁচ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছায়। জাতীয় দলের দুই নির্ভরযোগ্য ক্রিকেটার সৌম্য সরকার (৯) ও সাব্বির রহমান ব্যর্থ হলে ভারতীয় ব্যাটসম্যান উন্মুক্ত চাঁদ (৬১) দারুণ একটি ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।