জেলা কৃষক লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে বক্তারা:কোন বিবেচনায় বিদ্রোহীদের এই পদায়ন?

- আপডেট সময় : ০৫:৩৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭ ৩৬০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের কমিটি অবৈধ দাবি করে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। এসময় তারা এই কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জালিয়েও বিক্ষোভ করে। বিকেল সাড়ে ৫টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বক্তারা বলেন, বিগত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দলের যেসব দায়িত্বশীল নেতাকর্মি দলীয় সিদ্ধান্তের বাইরে দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেছে, তাদের দলের কোন গুরুত্বপূর্ণ পদে পদায়নের ক্ষেত্রে সুস্পষ্ট বিধি নিষেধ রয়েছে। জেলা কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যাদের নাম এসেছে, তাদের বিরুদ্ধেও অনুরুপ অভিযোগ আছে। তাই আমাদের প্রশ্ন- কোন বিবেচনায় তাদের এমন পদে পদায়ন করা হলো? বক্তারা কৃষক লীগের কমিটি অবৈধ এবং কালো টাকার কমিটি আখ্যা দিয়ে অবিল¤ে॥^ এই কমিটি বাতিলের দাবি জানান। একই দাবিতে সড়কে আগুন জালিয়েও বিক্ষোভ করে নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন জোয়ার্দ্দার চন্দন, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম আসমান, যুবলীগ নেতা নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম প্রমূখ।