জলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়রের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নবনির্বাচিতরা:চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগকে সক্রিয় করার অঙ্গীকার

- আপডেট সময় : ০৫:৩৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭ ৪১৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে বরণ করে নিয়েছেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ও জেলা পরিষদ চেয়ারম্যান। গতকাল দুপুরে নবনির্বাচিত জেলা কৃষক লীগের সভাপতি মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবিরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরি জিপু ও জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন। কৃষক লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরি জিপু বলেন, কৃষক হচ্ছে এদেশের প্রাণ। কৃষক ছাড়া বাংলাদেশের উন্নয়নের কথা ভাবাই যায়না। সুতরাং কৃষকদের উন্নয়নের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় কৃষক লীগ যে গুরু অর্পণ করেছে, সেই দায়িত্ব সঠিকভাবে পালনে নবনির্বাচিত কমিটির প্রতি আহ্বান জানান তিনি। জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করুন। সাধারণ মানুষের পাশে থেকে ত্যাগী মনোভাব নিয়ে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। কৃষিক্ষেত্রে সরকারের উন্নয়ন ভাবনা তৃণমূল পর্যায়ে পৌঁছানোর দায়িত্ব কৃষক লীগের। কৃষকদের সংগঠিত করে উৎপাদন বৃদ্ধির কর্মকা-ে নিজেদের ভূমিকা রাখতে হবে।’ দীর্ঘদিনের ঝিমিয়ে থাকা চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগকে সক্রিয় করার অঙ্গীকার করে নবনির্বাচিত সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার বলেন, কেন্দ্র নির্ধারিত সময়ের মধ্যে চুয়াডাঙ্গায় শক্তিশালী কৃষক লীগের কমিটি উপহার দেয়া হবে। সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির বলেন, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে, আমার জীবন দিয়ে হলেও তা রক্ষা করবো। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভায় হাজির হন জেলা কৃষক লীগের নবনির্বাচিত সভাপতি মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার এবং সাধারণ সম্পাদক জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান কবির। পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরি জিপুর কক্ষে উপস্থিত জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন তাদের ফুল দিয়ে বরণ করে নেন। একইসাথে নবনির্বাচিতরাও পৌর মেয়র এবং জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলের মালা পড়িয়ে দেন। এসময় সেখানে বিভিন্ন উপজেলা, ইউনিয়নসহ বিভিন্ন ইউনিটের কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দরাও কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানায়।