স্বজাতির ইতিহাস-ঐতিহ্যকে ভুলিয়ে দিতে চলছে ফন্দি ফিকির

- আপডেট সময় : ০৫:৩২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭ ৩১৮ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: বাংলা নববর্ষ পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় খালেদা জিয়া বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। ও অবিচ্ছেদ্য অংশ। সুদীর্ঘকাল ধরে গড়ে ওঠা ভাষা ও কৃষ্টির জমাট মোজাইককে ভেঙে ফেলার জন্য বিদেশী আধিপত্যবাদী প্রভুরা সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের জন্য মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে। স্বজাতির ইতিহাস- ঐতিহ্যকে ভুলিয়ে দেওয়ার জন্য চলছে নানা ফন্দি ফিকির। তিনি বলেন, বর্তমানে দেশজুড়ে চলছে এক ভয়াবহ দুর্দিন। তাই দেশের এই চরম সংকটকালে আমাদের ভাষা, সংস্কৃতির বাংলা নববর্ষের স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য সব আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
নিউজটি শেয়ার করুন
- সর্বশেষ সংবাদ
- জনপ্রিয় সংবাদ