মেহেরপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা:নিরাপত্তার কারনে মুজিবনগরে জনসাধারনের প্রবেশে নিষেধাজ্ঞা

- আপডেট সময় : ০৫:২৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭ ৩২২ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস: ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে নিরাপত্তার কারনে মুজিবনগর কমপ্লেক্সে ১৫ এপ্রিল থেকে ১৭ এপ্রিল সকাল পর্যন্ত জনসাধারনের প্রবেশের জন্য নিষেধাজ্ঞা ঘোষনা করেছে পুলিশ প্রশাসন । একই সঙ্গে ১৭ এপ্রিলের অনুষ্ঠানে কেউ ব্যাগ, পানির বোতল নিয়ে যেতে পারবেনা । গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান । মত বিনিময়কালে পুলিশ সুপার বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস এখন আন্তর্জাতিক পরিমন্ডলে স্থান করে নিয়েছে । যার কারনে ঐতিহাসিক মুজিবনগর দিবসটি মেহেরপুরের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন । দিবসটি পালন উপলক্ষে ১৭ এপ্রিলের ওই দিন মন্ত্রী পরিষদ বর্গ, এমপি সহ ভিআইপি পদমর্যাদার ব্যক্তিত্বরা মুজিবনগরে আসবেন এবং সমাবেশে বক্তব্য রাখবেন । এ চিন্তা করেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে । পুলিশ সুপার বলেন, মুজিবনগরে অনুষ্ঠানস্থল সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চটিকেও বিশেষ গুরুত্ব দিয়ে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে । এ ছাড়া সাদা পোশাকে পুলিশ থাকবে এবং বিভিন্ন জেলা থেকে বিপুল পরিমান পুলিশ সদস্য সেখানে মোতায়েন করা হবে । তিনি বলেন, বিভিন্ন স্থান থেকে যারা পরিবহনে আসবেন তারা মুজিবনগর উপজেলা পরিষদে পার্কিং করে অনুষ্ঠানস্থলে হেঁটে প্রবেশ করবেন । ১৭ এপ্রিল মুজিবনগর দিবসে ঐতিহাসিক মুজিবনগর আ¤্রকাননে শেখ হাসিনা মঞ্চে মেহেরপুর জেলা প্রশাসন-এর আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হবে । সমাবেশে মুজিবনগর উদ্যাপন পরিষদের অহবায়ক ও স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের । বিশেষ অতিথি হিসাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক উপস্থিত থাকবেন বলে জানা গেছে । এ ছাড়া প্রায় এক ডজন মন্ত্রী, এমপি সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে ।