হিজলগাড়ীতে সম্মননা প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন:সন্ত্রাসীদের মোকাবেলা করতে প্রয়োজন দৃঢ় মনোবল আর ঐক্যবদ্ধ প্রতিরোধ

- আপডেট সময় : ০৫:২৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭ ৩২৯ বার পড়া হয়েছে
হিজলগাড়ী প্রতিনিধি: মাদক আমাদের দেশের একটি অন্যতম ব্যাধি। দেশের যুব সমাজ দিন দিন মাদকাসক্ত হয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মাদকদের ভয়াবহতা রুখতে এখনই সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সর্বস্তর থেকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করতে হবে। কোন ভাবেই যেনো কেউ অবাধে মাদক বিক্রয় ও সেবন না করতে না পারে সেদিকে লক্ষ রাখতে হবে। আমাদের সমাজে এখনও ভালো মানুষের সংখ্যা বেশি আছে। গুটি কয়েক জন মানুষ নিজেদের স্বার্থসিদ্ধর জন্য সমাজটা জিম্মি করে রেখেছে। এদেরকে শক্ত হাতে দমন করতে হবে। সন্ত্রাসীরা সংখ্যায় খুবই কম। এদেরকে মোকাবেলা করতে প্রয়োজন দৃঢ় মনোবল আর ঐক্যবদ্ধ প্রতিরোধ। মনে রাখবেন অপরাধীদের পরিচয় শুধুই অপরাধী। তারা কোন দলের নয়। এরা সমাজ ও দেশের শত্রু। সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের অন্যায়,অবিচার তুলে ধরতে হবে। নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে অন্যয়ের প্রতিবাদ করতে হবে। আমার লক্ষ্য ছিল চুয়াডাঙ্গা জেলাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার জানিনা কতটুকু পেরেছি। তবে সকলে যদি সহযোগিতা করেন তবে মাদক,সন্ত্রাস সহ অপরাধীদের সমুলে উৎপাটন করা সম্ভব। গতকাল চুয়াডাঙ্গা জেলার অন্যতম সাংবাদিক সংগঠন হিজলগাড়ী প্রেসক্লাব কর্তৃক আয়োজন মাদক নিয়ন্ত্রন ও সন্ত্রাস দমনে অগ্রনী ভূমিকা রাখায় চুয়াডাঙ্গা জেলার সাবেক সুযোগ্য ভারপ্রাপ্ত পুলিশ সুপার ও বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার কে সম্মাননা ক্রেন্স প্রদান ও আইন শৃংখলা বিষয়ক আলোচনা সভায় হিজলগাড়ী প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ হামিদুল্লাহের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা সদর থানা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী শামসুল হক। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হিজলগাড়ী বহুমূখী কওমী মাদ্রাসার মুহাতামিম মুফতি আনোয়ার হুসাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হিজলগাড়ী প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল কুদ্দুস, নাজিম মাষ্টার, তিতুদহ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মাষ্টার,বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন,হিজলগাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ অপূর্ব। উপস্থিত ছিলেন, হিজলগাড়ী বাজার কমিটির সভাপতি ও প্রেসক্লাবের উপদেষ্টা মীর মফিজ উদ্দিন, ইউপি সদস্য জিল্লুর রহমান, আবু সালেহ,কায়েশ উদ্দিন, আলী কদর, বেগমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদ রেজা, যুবলীগ নেতা এনাফ,হিজলগাড়ী বাজারের ব্যবসায়ী ইসমাইল হোসেন, সাংবাদিক সেলিম রেজা, মাসুম জামিল, সোনা মিয়া, তরিকুল ইসলাম, মামুন মাষ্টার, জাহাঙ্গীর আলম সহ এলাকার বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান।