দর্শনায় মাথাভাঙ্গা নদীর তীরে নবজাতকের লাশ উদ্ধার।

- আপডেট সময় : ০৫:১৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭ ৩১৭ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনায় শ্যামপুর পাইপঘাট সংলগ্ন ঘাটপাড়ার বিপরীতে পারকৃষ্ণপুর মাথাভাঙ্গা নদীর তীরে একটি সদ্য ভুমিষ্ট নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। এলাকা সুত্রে জানাযায়, গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে শ্যামপুর পাইপঘাট পাড়ার কয়েকজন বাচ্চা ছেলে ওপারে যায় গুগলী তুলতে। এসময় তারা একটি বাজার করা ব্যাগ দেখতে পায়। বাচ্চারা মনে করে অনেক সময় মানুষ অনেক নিয়ত করে ব্যাগে ডাব, মিস্্ির ইত্যাদী জিনিস ফেলে যায়। এই ভেবে বাচ্চ গুলি তাড়াতাড়ি ব্যাগ খুলে দেখে একটি নবজাতকের লাশ। এসময় চিৎকার করলে এলাকার লোকজন জড়ো হয় এবং ওপার থেকে এপারে লাশের ব্যাগটি আনতে বলে। নবজাতকের লাশ দেখতে উৎসুখ জনতা ভীড় করে। সঙ্গে সঙ্গে দর্শনা পুলিশকে খবর দিলে এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ লাশটি উদ্ধার করে। ভুমিষ্ঠ হওয়ার পর যাতে না কাঁদতে পারে সেজন্য নবজাতকের মুখের মধ্যে কাপড়ের টুকরা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শী ও পুলিশ ধারনা করছে। নবজাতক শিশুটি কন্যা সন্তান ছিলো। লাশের পরিচয় না পাওয়া গেলে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতে পুলিশের কাছ থেকে দর্শনা পৌর মহিলা কাউন্সিলর সুরাতন নেসা দাফনকার্যের দ্বায়িত্ব নেন। এলাকাবাসী জানায়, ঘটনাটি তদন্ত করলে শিশুটির প্রকৃত খুনিকে সনাক্ত করা সম্ভব হবে। এঘটনা টক অব দ্য দর্শনায় পরিণত হয়।