বুইচিতলা মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

- আপডেট সময় : ০৫:১০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭ ৩২১ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা। যে দেশ যত শিক্ষিত সে দেশ তত উন্নত। বিশ্বের যত উন্নয়নশীল দেশ রয়েছে তা শুধুমাত্র প্রকৃত শিক্ষার মাধ্যমেই হয়েছে। একমাত্র প্রকৃত শিক্ষা দিতে পারে জীবন চলার সঠিক দিক নির্দেশনা। সকলে মনে রাখতে হবে আজকের ছেলে মেয়েরা আগামী দিনের ভবিষ্যত। তাই সমৃদ্ধিশীল দেশ গড়তে আমাদের ছেলে মেয়েদের সুশিক্ষা লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করাতে হবে। তাই আসুন আমাদের ছেলে মেয়েরদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতি উন্নয়ন করি। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে দামুড়হুদার বুইচেতলা বড়বলদিয়া দাখিল মাদরাসার বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উপরোক্ত কথা গুলো বললেন জেলা পরিষদের সাবেক প্রশাসক ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু। মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি যুবলীগ নেতা আশাদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মাদরাসার সুপার আবু তালহা, সিরাজুল ইসলাম, এমএ ফয়সাল, আ: হাকিম, আ: জলিল, মকছেদ আলী, নাসির উদ্দিন, লিটন। আরো উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য আলী রহমান, ফজিল মোল্লা, মাহাতাব আলী, আব্দুল জলিল, এরশাদ আলী প্রমুখ। অনুষ্ঠানপি উপস্থাপনা করেন শিক্ষক আবু বক্কর। বক্তব্য শেষে অতিথিগণ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার তুলে দেন।