আলমডাঙ্গায় জিকে ক্যানেলের গাছ কাটার সময় আটক ২

- আপডেট সময় : ০৫:০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭ ৩৪০ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার যমুনার মাঠে জিকে ক্যানেলের গাছ কাটার সময় গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ ২জনকে আটক করেছে । ডাউকি বিনোদপুর বাদেমাজু গ্রামের একটি সমিতি লোকজন থানায় অভিযেডাগ দিলে পুলিশ তাদের আটক করে। এ ব্যাপারে মামলা হয়েছে। আলমডাঙ্গার সাত কপাট থেকে জামজামির যমুনার মাঠ পর্যন্ত জিকে ক্যানেলের দুপাড়ের কয়েক কিলোমিটার জমি আব্দুল মান্নান রতন লীজ গ্রহন করে। ক্যানেলের দুপাড়ে ডিবিবি যুব উন্নয়ন সমিতির সদস্যদের মাধ্যমে গাছ লাগানো হয়। এ সমিতির সদস্যরা এর ভোগদখল করে আসছিল। লীজের মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত থাকলেও গত দুদিন ধরে জামজামির যমুনার মাঠের অদূরে কয়েকজন জোর পূর্বক গাছ কেটে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ করলে গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে থেকে ডাউকি গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আমির ও একই গ্রামের মৃত পিজির উদ্দিনের ছেলে আলমগীরকে আটক করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, আব্দুল মান্নান রতনের নামে ওই সম্পত্তি ১৮ সাল পর্যন্ত লীজ রয়েছে। লীজকৃত জমির গাছ ডাউকি গ্রামের আব্দুল জব্বারের লোকজন দিয়ে কেটে নেবার চেষ্টা করলে সমিতি থানায় অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ এই দুজনকে আটক করেছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।